সত্যজিৎ বৈদ্য, হাওড়া: শুক্রবার ভোররাতে দ্বিতীয় হুগলি সেতুতে লরি দুর্ঘটনা। অঘটনের জেরে তৈরি হল বিপত্তি। 


পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর ৩টে নাগাদ হাওড়াগামী ২টি লরি আচমকাই এসে ডিভাইডারে ধাক্কা মারে। এতে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভাইডার ও সিগন্যালিং ব্যবস্থা। ২টি লরির চালককেই আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই  লরির চালকই দাবি করেছে, হাওড়ার দিকে নামার সময় আচমকা সামনের একটি গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে যায়। তখন সামলাতে না পেরে তাঁরা ডিভাইডারে ধাক্কা মারেন। 


দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর দু’দিকের লেনেই যান চলাচল কিছুটা ব্যহত হয়েছে। 


কিছুদিন আগে নবমীর রাতে স্ত্রী-পুত্রকে নিয়ে ঠাকুর দেখে ফেরার পথে, বাইকের ধাক্কায় ছিটকে পড়ে মোটর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১২টা নাগাদ ক্যানিংয়ের গোপালপুরে এই ঘটনা ঘটে। মোটর ভ্যানে চড়ে ঠাকুর দেখে স্ত্রী-পুত্রকে নিয়ে বাড়ি ফিরছিলেন বছর পঁয়ত্রিশের ভোলানাথ হালদার। উল্টোদিক থেকে আসা বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মোটর ভ্যান চালককে মৃত ঘোষণা করা হয়। দেহটি ময়না তদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়। বাইক চালককে আটক করেছে ক্যানিং থানার পুলিশ। 


আরও পড়ুন: Petrol and Diesel Prices Today পরপর তিনদিন বাড়ল জ্বালানির দাম, সেঞ্চুরির আরও কাছে ডিজেল


এর আগে মোটর বাইকে চড়ে দুর্গাপুজো দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু ১ জনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন আরও ২ জন। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দিপুর এলাকায়। জানা যায় ঘাটালের খড়ার  থেকে ঘাটাল গামী রাজ্য সরকারের কাছে এই দুর্ঘটনা ঘটে । তিনবন্ধু সোনার কাজে ভিন রাজ্যে থাকতেন, পুজোর সময় বাড়ি ফিরেছেন তাঁরা। তাঁদের নাম সৈয়দ আমীর আলী, শেখ জিয়াউল ইসলাম ও সৈয়দ নাসির আলী। প্রত্যেকেই ঘাটালের ঘোলা গ্রামের বাসিন্দা ।