কলকাতা:কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বারবার অতিসক্রিয়তার অভিযোগ এনেছেন বিরোধীরা। সারা দেশেই বিভিন্ন রাজ্যে বিরোধীরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় এজেন্সিকে ব্য়বহারের অভিযোগ তুলেছে। একই অভিযোগ করেছে এ রাজ্যের শাসক দল তৃণমূলও। ইডি-সিবিআইয়ের বিরদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বারবার সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। 


কবে আনা হবে প্রস্তাব:
সূত্রের খবর কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য সরকার। সব ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় এজেন্সি ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে বিধানসভায় প্রস্তাব আনা হবে। বিধানসভায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 


প্রতিক্রিয়া অধ্যক্ষের:
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যের মানুষ আতঙ্কে আছে, আমরা সবাই আতঙ্কে আছি।'


মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী দলের সরকার ভাঙার চক্রান্ত হচ্ছে।'


মমতার নিশানায় কেন্দ্রীয় এজেন্সি:
মঙ্গলবার নেতাজি ইন্ডোরে একটি সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়ান মমতা। তিনি বলেন, 'দেশে চলছে শুধু এজেন্সি রাজ। উন্নয়ন বলে কিছু নেই।'


এর আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেছিলেন। সেদিনের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, 'আজ সবাইকে ইডি-সিবিআই দেখায়। প্ল্যান কী? ভোট এলেই অরূপ-ববি-চন্দ্রিমা-মলয়কে গ্রেফতার করো। যাতে তৃণমূল না জেতে। আমাকেও গ্রেফতার করো না। বুঝতে পারবে কী হয়। ভোটের আগে তো মেরেছিল। আমি যদি জেলেও থাকি, ফুটো দিয়ে বেরিয়ে আসব।' তিনি আরও বলেনে, 'আজ অভিষেক এত ভাল বক্তৃতা দেবে, কাল হয়ত ওকে নোটিস দেবে। বউকেও দেবে, বাচ্চাটাকেও দেবে। ওকে সঙ্গে করে নিয়ে যাস।'


এর আগে ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ হয়। তারপরে ২২ জুলাই এসএসসি দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর ১৯ অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে এর আগেও কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করারও অভিযোগ তুলেছেন। এর আগে ইডির টানা জিজ্ঞাসাবাদের সামনে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষবার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে তিনি বলেন, 'আমি তিনবার গেছি ৩০ বার ডাকলে যাব। আমি মাথা নত করার ছেলে নই। আমায় ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আমি মেরুদন্ড বিকিয়ে দিই না। মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না। আগে পলিটিক্যালি লড়ুন, নির্বাচনে লড়ুন। কত বড় ক্ষমতা আমি দেখব।'


আরও বলুন: দিলীপের কাঁচা বাঁশ মন্তব্যে পাল্টা মদন-দাওয়াই