পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে প্রতারণার ছক পাল্টাচ্ছে সাইবার প্রতারকরা। short code বা short key ব্যবহার করে দখল নিচ্ছে হোয়াটসঅ্যাপের। অ্যাপের ব্যবহারকারী নয়, প্রতারিত হচ্ছেন তাঁর পরিচিতরা।
কী ঘটছে?
খুব বিপদে পড়েছি, এখনি কয়েক হাজার টাকা দরকার। মোবাইলের সার্ভিস প্রোভাইডার বা কোনও পরিচিত ব্যক্তির নামে কি হোয়াটসঅ্যাপে এরকম বার্তা আসছে? তাহলে কিন্তু সাবধান! কারণ, উত্তর দিলেই প্রতারকদের ফাঁদে পড়তে পারেন আপনি বা আপনার পরিচিত কেউ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রতারণার নতুন ট্রেন্ড নিয়ে হাজির হয়েছে প্রতারকরা। short code বা short key ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। সম্প্রতি সাউথ সাবার্বান ও সাউথ ডিভিশন থেকে ২টি অভিযোগ জমা পড়েছে।
আরও পড়ুন, রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা, একদিনে সংক্রমণ দেড় হাজার পার!
কী এই short code বা short key?
পুলিশ সূত্রে খবর, অনেকে ক্ষেত্রে শর্ট কোড হিসেবে *61* ব্যবহার করছে প্রতারকরা। একটি মোবাইল নম্বর পাঠিয়ে শুরুতে শর্ট কোড দিয়ে সেই নম্বর ডায়াল করতে বলা হচ্ছে। ডায়াল করলেই গ্রাহকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে প্রতারকদের নম্বরে। তারপর গ্রাহকের পরিচিতদের কাছে নানা অছিলায় টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে। পরিচিতরা টাকা পাঠালে তা জমা পড়ছে প্রতারকদের অ্যাকাউন্টে।
কলকাতা পুলিশের ডিসি (সাইবার) প্রবীণ প্রকাশ বলেন, নতুন ট্রেন্ড *61* দশ ডিজিটের নম্বর দিয়ে বলছে ডায়াল করুন। ডায়াল করলেই ফোনের দখল নিচ্ছে তারা। ফোন ভেরিফিকেশনের জন্য কল অপশন বেচে নিচ্ছে। তারপর কনটাক্ট লিস্ট থেকে পরিচিতদের টাকা লোপাট।
এরকম পরিস্থিতির শিকার হলে কী করবেন?
প্রবীণ প্রকাশ জানিয়েছেন, "যদি কখনও দেখেন সমস্যা হচ্ছে তাহলে নম্বর দেবেন না। সমস্যা হলে কাস্টমার কেয়ারে ফোন করুন।"
কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রতারকদের নম্বরে ডাইভার্ট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ অ্যকাউন্ট ফিরে পেতে ব্যবহার করতে হয় ডিঅ্যাক্টিভ short key। তা চেয়ে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারকে চিঠি লেখা হয়েছে। যাতে সেই সব short key বা short code সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা যায়।