কলকাতা: বউবাজারে (Bowbazar House Collapse) ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে।


ভাঙল বাড়ির একাংশ: গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে ১২ জনের প্রাণহানির পরেও ফেরেনি হুঁশ। বিরাটির শরৎ কলোনিতে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হয়েছে পাশের বাড়ির বাসিন্দা এক মহিলার। পিকনিক গার্ডেনে অবৈধ বহুতলের চাঙড় ভেঙে পড়ে দুর্ঘটনায় আহত হয়েছেন এক জন। শহরে একের পর এক বহুতল-বিপর্যয়ের ঘটনা ঘটেই চলেছে। গতকয়েক দিনের এই ঘটনাগুলির পরেও বদল হয়নি পরিস্থিতির। এবার ঘটনা বউবাজারে। 


বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময় ভেঙে পড়ল পাশের বাড়ির দেওয়াল। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আশপাশের কয়েকটি বাড়িতে বড় বড় ফাটল ধরেছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তাঁদের আপত্তি গ্রাহ্য না করেই বউবাজারের রামকানাই অধিকারী লেনে পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রোমোটার নিয়ম মেনে কাজ না করায় এই বিপত্তি। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। কাউন্সিলর কিছুই করেন না বলে স্থানীয়দের অভিযোগ।        


ভরদুপুরে যেন আঁধার নেমে এসেছে। দেখা যাচ্ছে না কিছুই। ধুলোয় ঢেকেছে চারপাশ। বাড়ি ভেঙে যাওয়ায় মাথায় হাত বাসিন্দাদের। ঘটনার বর্ণনা করতে গিয়ে রীতিমতো শিউরে উঠছেন বাসিন্দারা। চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পরিস্থিতি এমনই যে পথে এসে বসেছেন তাঁরা। যে বাড়ি ভেঙে পড়েছে সেই বাড়িরই এক বাসিন্দা জানান, "সেই সময় রান্না করছিলাম। হঠাৎ দেখি ধুলো আর অন্ধকার হয়ে গিয়েছে চারিদিক। বিকট শব্দে শুনতে পাই। তীব্রতা এতটাই ছিল যে গ্যাসটা পর্যন্ত নিভে যায়। দেখতে পাই বাড়ির একটা অংশ ভেঙে পড়ে গিয়েছে।'' স্থানীয়দের অভিযোগ, "প্রোমোটার নিয়ম না মেনে কাজ করছে। কোনও কথাই শোনে না। একাধিকবার পুলিশকে জানানো হয়েছে। লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ এসে দেখে চলে গিয়েছে।'' স্থানীয়দের অভিযোগ, এলাকায় দেখে মেলে না কাউন্সিলরেরও।সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: North Bengal Storm Update: পৌঁছয়নি পানীয় জল, খাবার! বঞ্চনার অভিযোগে সরব ঝড়ে ক্ষতিগ্রস্তদের একাংশ