সুনীত হালদার, হাওড়া: হাওড়া আদালতের বিচারকের সই জাল করার অভিযোগে গ্রেফতার এক মুহুরি। গতকাল সন্ধ্যায় তাকে হাওড়া আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পেশ করা হয়।                                             



ধৃতের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে হাওড়া থানার পুলিশ। জানা গেছে পকসো আদালতের বিচারাধীন জেল বন্দি অমিত ধানুকা নামে এক ব্যক্তি। তাঁকে জামিন করানোর নামে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নকল সই করা রিলিজ অর্ডার তৈরি করে অমিত দেবনাথ নামে এক মুহুরি। এই অর্ডার হাওড়া জেলা সংশোধনাগারে পাঠানো হলে সন্দেহ হয় জেলের আধিকারিকদের।


কারণ গতকাল আদালতে কর্মবিরতি ছিল আইনজীবীদের। তাছাড়া রিলিজ অর্ডার হবার কথা পকসো আদালত থেকে সেখানে সেই আদালতের বিচারকের সই থাকার কথা।কিন্তু সই ছিলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের।তদন্ত করে জানা যায় এটা নকল রিলিজ অর্ডার।


ঘটনাটি জানানো হয় হাওড়া আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনে। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত মুহুরি অমিত দেবনাথকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওয়েস্টবেঙ্গল ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের হাওড়া ইউনিটের সভাপতি সন্তোষ দাস জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত মুহুরিকে তারা সাসপেন্ড করবেন।                                                                                                                                            


আগামীকাল এ নিয়ে বৈঠক করা হবে। মুহুরির কাজ করতে গেলে ল ক্লার্ক কাউন্সিল থেকে যে বৈধ অনুমতি নিতে হয় তা বাতিল করার জন্য আবেদন করা হবে। হাওড়া আদালতে যাতে অমিত দেবনাথ কাজ না করতে পারে সে ব্যবস্থা করা হবে।


      


আরও পড়ুন, বাবার পর এবার মেয়ে, অনুব্রতর গ্রেফতারির ৮ মাসের মাথায় মেয়েও গ্রেফতার