প্রকাশ সিনহা, কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা (Sukanya Mondal) গ্রেফতার (Arrested)। গরুপাচার মামলায় (Cow Smuggling Case) কেষ্ট-কন্যা গ্রেফতার। অনুব্রত মণ্ডলের  (Anubrata Mondal) মেয়েকে গ্রেফতার করল ইডি (ED)। 


এর আগে ১১ অগাস্ট, ২০২২, বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার অনুব্রত। বাবা গ্রেফতারের ৮ মাসের মাথায় মেয়েও গ্রেফতার। দফায় দফায় জেরার পরে দিল্লিতে ইডির দফতরেই গ্রেফতার। গতবছরের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার সেই মামলাতেই তাঁর মেয়ে সুকন্য়াকে গ্রেফতার করল ইডি। 


গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের নামে প্রচুর জমি, চালকল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছিল। যার মধ্যে অনেকগুলিই ছিল সুকন্যা মণ্ডলের নামে। সুকন্যার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও হদিশ মেলে বলে ইডি সূত্রে দাবি। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যা মণ্ডলকে একাধিকবার দিল্লিতে তলব করেছিল ইডি। 


ইডি সূত্রে জানান হয়েছে, ইডি সূত্রে দাবি, একাধিক প্রশ্নের সদু্ত্তর দিতে না পারায় সুকন্যাকে গ্রেফতার করা হয়। সূত্রের তরফে বলা হয়, তাঁকে যতবার প্রশ্ন করা হয়েছিল তিনি বারংবার জবাব দেন সব উত্তর তাঁর বাবা এবং মণীশ কোঠারি জানেন। প্রথমে কয়েকবার ইডি-র কাছে হাজিরাও দেন তিনি। এরপর অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে ইডি একাধিকবার তলব করলেও আর সেখানে হাজিরা দেননি অনুব্রত-কন্যা। অবশেষে বুধবার তিনি দিল্লিতে ইডি-র দফতরে যান। এদিন তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে দাবি, একাধিক প্রশ্নের সদু্ত্তর দিতে না পারায় সুকন্য়াকে গ্রেফতার করা হয়।                                                


আরও পড়ুন, গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রতর মেয়ে সুকন্যা


গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর মেয়েকেও দিল্লিতেই গ্রেফতার করল ইডি। আগামীদিনে কি বাবা-মেয়েকে মুখোমুখি জেরা করা হতে পারে? সেটাই দেখার। 


গরুপাচারকাণ্ডে একাধিকবার ইডি-হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত-কন্যা। অনুব্রত গ্রেফতার হওয়ার পর, তিনবার দিল্লির  সদর দফতরে তলব পেয়েও যাননি সুকন্যা। ইডি সূত্রে খবর, অনুব্রত-কন্যা জানিয়েছেন, পেটে ব্যথা, আল্ট্রা সোনোগ্রাফি হয়েছে।চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই কারণেই ইডি দফতরে হাজিরা দিতে পারছেন না বলে জানিয়েছেন সুকন্যা মণ্ডল।