কলকাতা: বিধানসভায় (West Bengal Assembly) বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত মুখ্যমন্ত্রী। হাজির সমস্ত মন্ত্রী-বিধায়করা। গোটা বিধানসভা পুলিশে মোড়া। এর মধ্যেই দুটো গেট টপকে এক ব্যক্তি ঢুকে গেল একেবারে বিধানসভার অলিন্দে ঢুকে গেলেন। শেষ পর্যন্ত ডেপুটি মার্শাল তাঁকে আটকান।


বিধানসভার অলিন্দে এক ব্যক্তি: জানা গেছে, নিজেকে গজেন্দ্র কুমার সিং বলে পরিচয় দিয়েছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, রাজ্যপাল তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পাঠান। যদিও, সূত্রের খবর, তাঁর কাছে এসংক্রান্ত কোনও কাগজপত্র মেলেনি। কিন্তু, এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ভেতরে ঢুকলেন ওই ব্যক্তি? আরেকটা গেট টপকালেই একেবারেই অধিবেশন কক্ষে পৌঁছে যেতেন তিনি। ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন বিধানসভার মার্শালরা। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।