অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ডিএ-অনশনমঞ্চে (DA Agitation) অসুস্থ আরও এক আন্দোলনকারী (Agitators Fall Sick)। বকেয়া ডিএ-র দাবিতে অনশনের ৩৮তম দিন আজ। গতকাল থেকে শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিজিটাল অসহযোগ। আন্দোলনের সমর্থনে হাওড়া থেকে মিছিল এল ধর্মতলায়।


যা জানা গেল...
অসুস্থ আন্দোলনকারীর নাম রঞ্জনকুমার বেরা। কিছুক্ষণ আগেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃষ্টি উপেক্ষা করে সরকারি কর্মীদের এক বিরাট মিছিল এদিন শহিদ মিনার ময়দানে এসে হাজির হয়। আন্দোলনকারীদের এক জন বললেন, 'অবিলম্বে মহার্ঘভাতা নিয়ে আমাদের দাবি মানতে হবে সরকারকে। এবং আগামী প্রজন্মে চাকরির নিরাপত্তা ও তাতে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের বিষয়টিও কার্যকর করতে হবে। ' তা ছাড়া আরও একটি দাবিতে অনড় আন্দোলনকারীরা। অনিয়মিতদের নিয়মিতকরণ করতে হবে। তাঁদের স্পষ্ট বার্তা, যে কোনও বাধা উপেক্ষা করেই এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হবে।   


আগেও অসুস্থ...
গত মাসেই বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারের ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন ২ অনশনকারী। প্রথমে সঞ্জিত চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। ভোররাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আর এন টেগোর হাসপাতালে। ধর্না মঞ্চে অসুস্থ আরেক অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্যকে পর দিন সকালে এসএসকেএমে নিয়ে যেতে হয়। অধিকার বুঝে নিতেই পথে নেমেছেন ওঁরা। আন্দোলনের কারণ ভিন্ন হলেও দাবি, সকলেই বঞ্চিত। কারও দাবি নিয়োগের। কেউ পথে বসে আছেন বকেয়া DA-র দাবিতে।  বকেয়া DA এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে সরকারি কর্মীদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে সহমর্মিতা জানাতে আসেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা বলেন, 'এখানে যাঁরা আছেন, তাঁরা সকলে বঞ্চিত। বঞ্চিতদের দল হয় না। সকলেই এক।' দু'পক্ষেরই দাবি, বঞ্চনাই তাঁদের পথ এক করেছে। পাশাপাশি, আন্দোলনকারী আরও চাকরিপ্রার্থীরা জানান, এবার থেকে প্রতিদিন তাঁদের কয়েকজন প্রতিনিধি সংগ্রামী যৌথ মঞ্চেের সঙ্গে আন্দোলনে সামিল হবেন। প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতির ডাক দিয়েছিলেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। এমনিতেই বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির টানাপোড়েন চলছে বহু দিন ধরে। হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। নিয়োগের দাবি ঘিরেও তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে, যৌথভাবে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছেন তাঁরা।


আরও পড়ুন:'২০২৪-এ জবাব দেব', গ্রেফতারির পর তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন জিতেন্দ্র তিওয়ারি