সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রতারিত এক মহিলাকে টাকা ফিরিয়ে দেওয়ার অছিলায় প্রতারণার অভিযোগ উত্তর ২৪ পরগনার বাসুদেপুর থানার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্য়াকমেল করারও অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্নভাবে জোর করে শারীরিক সম্পর্ক করেন। তারপর নেটে ছবি ছাড়বে বলে ব্ল্য়াকমেল করেন।


রক্ষকই ভক্ষক! প্রতারিত এক মহিলাকে টাকা ফিরিয়ে দেওয়ার অছিলায় ফের তাঁর সঙ্গে প্রতারণার অভিযোগ এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্য়াকমেল করার অভিযোগে ক্লোজ অভিযুক্ত এসআই। অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে উত্তর ২৪ পগনার বাসুদেবপুরে। মহিলার দাবি, গত বছরের অক্টোবরে গোপাল ঘোষ নামে এক ব্য়ক্তিকে ১০ লক্ষ টাকা ধার দেন। 


সময় মতো টাকা ফেরত না পেয়ে বাসুদেবপুর থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। তখনই তাঁর সঙ্গে পরিচয় হয় বাসুদেবপুর থানার সাব ইন্সপেক্টর সঞ্জীব সেনের। মহিলার দাবি, টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে টাকা নিতে শুরু করেন তিনি। এসআইকে বিভিন্ন সময়ে অনলাইনে প্রায় ১ লক্ষ টাকা দেন বলে দাবি মহিলার। এছাড়াও সোনার গয়না, এসি, ফ্রিজ ও টিভি দেন বলেও দাবি। 


শুধু তাই নয়, ঘনিষ্ঠতাও হয় তাঁদের অভিযোগ, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্য়াকমেল করেন ওই এসআই। শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। 


নির্যাতিতা মহিলা বলছেন, আমার একটা ১০ লক্ষ টাকার প্রতারণা হয়। আমি যখন বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ করতে যাই তখন এফআইআর দায়ের করা হয় না। একজন এসআই সঞ্জীব সেন নিজেকে মেজবাবু সেকেন্ড অফিসার বলে পরিচয় দেয়। টাকা ফিরিয়ে দেবেন বলে উনি আমার থেকে ৫ লাখ টাকার সোনা ও ১ লক্ষ টাকা অনলাইনে। বিভিন্নভাবে জোর করে শারীরিক সম্পর্ক করেন। তারপর নেটে ছবি ছাড়বে বলে ব্ল্য়াকমেল করেন।)


গত ২২ সেপ্টেম্বর বাসুদেবপুর থানায় এসআই সঞ্জীব সেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ব্য়ারাকপুর কমিশনারেট সূত্রে খবর, অভিযুক্ত এসআই সঞ্জীব সেনকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।