কুলটির দিশেরগড়ে বিজেপি কাউন্সিলরের বাড়িতে ভয়াবহ আগুন। অল্পের জন্য রক্ষা পেল গোটা পরিবার। কাল থেকে কাউন্সিলরের মেয়ের ICSE পরীক্ষা শুরু হচ্ছে। আগুনে পুড়ে গিয়েছে বই, খাতা, অ্যাডমিট কার্ড। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ আসানসোল পুরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যর বাড়িতে দোতলার ঘরে আগুন লাগে। ঘুম ভেঙে যাওয়ায় টের পান বিজেপি কাউন্সিলর। স্বামী ও দুই সন্তানকে নিয়ে কোনওক্রমে নীচে নেমে আসেন তিনি। দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের সমস্ত আসবাব পুড়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। 

আজই কৃষ্ণনগরের শক্তিনগরে কাঠের আসবাবের গুদামে বিধ্বংসী আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গুদাম। গতকাল রাত ১১টা নাগাদ আগুন লাগে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ২টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকলক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

দুই জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হল। আসানসোলের কুলটিতে বিজেপি কাউন্সিলরের বাড়িতে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় দোতলার ৫টি ঘর। অল্পের জন্য রক্ষা পেয়েছে কাউন্সিলরের পরিবার। অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগরে ভস্মীভূত হয়ে গেল কাঠের গুদাম।

সম্প্রতি ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি হাসপাতাল চত্বরে বিধ্বংসী আগুন লেগে দমবন্ধ হয়ে মৃত্যু হয় বাঙালি চিকিৎসক দম্পতি সহ ৬ জনের। দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে এই ঘটনা বলে দমকলকর্মীদের অনুমান। 

আরোগ্যনিকেতনে ভয়াবহ ঘটনা। ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি হাসপাতাল চত্বরে বিধ্বংসী আগুনে দমবন্ধ হয়ে মৃত্যু হল বাঙালি চিকিৎসক দম্পতি সহ ৬ জনের। প্রশাসন সূত্রে খবর, রাত ১টা নাগাদ হাজরা ক্লিনিক অ্যান্ড হাসপাতালের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগুন লাগে।

দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। দ্রুত হাসপাতাল থেকে বের করা হয় রোগীদের। রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক বিকাশ হাজরা, তাঁর স্ত্রী প্রেমা হাজরা সহ ৬ জনকে। পাটলিপুত্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তঁদের মৃত বলে ঘোষণা করে। বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে যায় ওই চিকিৎসক দম্পতির ফ্ল্যাট।