কলকাতা: 'আই লাভ কেওড়াতলা (Keoratala Burning Ghat) মহাশ্মশান? শ্মশান আবার কেউ ভালবাসে নাকি? মিথ্যে কথা এরকম কিছুই হয়নি' সোমবার বিকেলে নবান্নর (Nabanna) নিচে সাংবাদিকদের প্রশ্নে এমনটাই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঠিক কী হয়েছে? সকাল থেকেউ স্যোশাল মিডিয়ায় ঘুরছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে কেওড়াতলা শ্মশানের সামনে লেখা 'আই লাভ কেওড়াতলা মহাশ্মশান'। যা নিয়ে হাসির রোল উঠেছে। শুরু হয়েছে বিতর্কও। তবে প্রশ্নের আগে অবধিও  এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে যে অবগত ছিলেন না, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়েছে।


সম্প্রতি কলকাতার (Kolkata) বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন শহরেই এই ডেকরেশন চোখে পড়বে যাতায়াতের পথে। রাজ্যকে সাজিয়ে তোলার অন্য প্রয়াস। কিন্তু শ্মশানেও এমন ছবি ঘিরে স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছিল। তবে বিষয়টি কি আদৌ সত্যি? শ্মশানেও এমন ডেকরেশন হওয়া সম্ভব? যদিও একাংশ বলছেন এটি সম্পূর্ণ এডিটেড ছবি। আবার একাংশ এটি নিয়ে মজায় মেতেছেন। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া শুরু হয়েছে ছবিটি। বিরোধী দলের প্রতিনিধিরাও স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন এটি। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। উল্লেখ্য, খুব ভাল করে দেখলে বোঝা যাবে, সম্ভবত এডিট করা হয়েছে ছবিটি। কারণ অন্যান্য ডেকরেশনের চেয়ে এটি খানিক আলাদা, নেই স্ট্যান্ডও। 


এ দিন নবান্নের নিচে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রিষড়া, (Rishra) হাওড়াসহ (Howrah) সাম্প্রতিক একাধিক ইস্যুতে কথা বলেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হবে সে নিয়েও মন্তব্য করেন। ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, হাওড়া পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী (Praveen Tripathi )।


আরও পড়ুন: Mamata Banerjee: 'এলাকা অশান্ত করতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি', রামনবমীর অশান্তি নিয়ে মমতার নিশানায় বিজেপি


এদিন রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। অস্ত্র হাতে নৃত্য করে অশান্তি সৃষ্টি করেছে বিজেপি, আক্রমণে মমতা। পাশাপাশি এদিন নবান্ন থেকে ৩৫টি অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাছে বকেয়া টাকার অভিযোগে ফের সরবও হন। কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য না পাওয়ার অভিযোগও করেন তিনি। 


আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়



  • 'ওরা অনেক অস্ত্র নিয়ে এসেছিল, পুলিশ কৌশলী পদক্ষেপ নিয়েছে'

  • 'সেই এলাকাকে অশান্ত করতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম'

  • ফ্যাক্ট ফাইন্ডিং টিম খায় না মাথায় দেয়? কটাক্ষ মুখ্যমন্ত্রীর