মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: প্রথমে অন্ডাল, তারপর এবার লাউদোহা। একই অভিযোগ দুই জায়গাতেই। অধিক টাকা নিয়ে আধার কার্ড (Aadhaar Card) তৈরি করা হচ্ছে লাউদোহার গৌড়বাজারে। বিশেষ অভিযান চালালেন স্থানীয় বিডিও (BDO)।
আধার কার্ড তৈরি করতে কখনও ৫০০ টাকা তো কখনও হাজার টাকার বদলে নাম সংশোধন, আবার ৫০০ টাকা মোবাইল নম্বর যুক্ত করতে। এভাবেই আধার কার্ড সংক্রান্ত একাধিক পরিষেবা দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল গৌড়বাজারের এক ব্যক্তি, অধীর বাউড়ির বিরুদ্ধে।
ওই এলাকায় তার একটি জেরক্সের দোকান রয়েছে, সেই দোকানের ঠিক পেছনেই তৈরি হয়েছে অফিস। সেই অফিসে কাজ করে বেশ কয়েকজন। সেখানে আধার কার্ড করাতে এসে অনেক ব্যক্তি অভিযোগ করেন যে অনেকটাই বেশি টাকা নেওয়া হচ্ছে। কিন্তু তবুও তাঁদের আধার কার্ড সংক্রান্ত এই সমস্ত কাজ করাতে হচ্ছে টাকা দিয়ে । সমস্ত সরকারি পরিষেবা পাওয়ার জন্য এখন আধার কার্ড থাকা বাধ্যতামূলক। ঠিক এই সুযোগ নিয়েই অধিক টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই।
অভিযোগ পাওয়া মাত্রই ওই অফিসে অভিযান চালান দুর্গাপুর ফরিদপুর ব্লকের যুগ্ম ব্লক আধিকারিক প্রসেনজিৎ সামন্ত। তিনি অভিযুক্ত অধীর বাউড়ির কাছ থেকে মুচলেকা লিখিয়ে নিয়ে যান। সরকার নির্ধারিত টাকা নিয়ে তিনি আধার কার্ড তৈরি করতে পারেন। কিন্তু অধিক টাকা নিয়ে তিনি কোনও মতেই আধার কার্ড তৈরি করতে পারেন না। এমনটাই তিনি সাফ জানিয়ে দেন। বেশি টাকা নেওয়ার অভিযোগে গত শুক্রবার তার দোকান বন্ধ করে দেয় যুগ্ম বিডিও। সরকার নির্ধারিত টাকা নিয়ে তিনি আধার কার্ড তৈরি করবেন বলে অবশ্য জানান অধীর বাউড়িও।
আরও পড়ুন: Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'