ক্যালিফোর্নিয়া: মিটে গেছে প্রোডাকশনের সমস্যা। iphone 13-এর সঙ্গে Apple Watch 7 লঞ্চ হতে পারে ১৪ সেপ্টেম্বর। অন্তত তেমনই নতুন খবর দিচ্ছে টেক সাইটগুলি। শোনা যাচ্ছে, প্রথম দিনের ইভেন্টেই এই দুই প্রোডাক্ট প্রকাশ্যে আনতে পারে অ্যাপল (Apple)। 


অ্যাপলের নতুন ডিভাইস লঞ্চ নিয়ে খবর প্রকাশ্যে এনেছেন Ming-Chi Kuo। টেক সাইট 9to5Mac-এ লেখা হয়েছে এই রিপোর্ট। যেখানে টেক অ্যানালিস্ট Ming-Chi Kuo জানিয়েছেন, বেশি সংখ্যায় অ্যাপলের ঘড়ির প্রোডাকশন আগে আটকে গিয়েছিল। যদিও সেই সময় এখন কাটিয়ে উঠেছে অ্যাপল ও কোম্পানির যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানিগুলি।শীঘ্রই এর মাস প্রোডাকশন শুরু হচ্ছে।


সম্প্রতি মেগা ইভেন্টের দিন নিশ্চিত করেছে Apple। কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর হতে চলেছে অ্যাপলের বড় অনুষ্ঠান। ক্যালিফোর্নিয়া স্ট্রিমিংয়ের জন্য তৈরি থাকুন সবাই। কোভিডকালে এবারও অনলাইন ইভেন্টের পথেই হেঁটেছে 'আমেরিকান টেক জায়ান্ট'। ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অফিস অ্যাপল পার্কে হবে এই অনুষ্ঠান।


Apple Watch 7-এ নতুন স্ক্রিন সাইজ
টেক সাইটগুলির রিপোর্ট বলছে, নতুন ঘড়িতে ৪১ এমএম ও ৪৫ এমএম কেস সাইজ দেবে কোম্পানি। স্ক্রিন সাইজ বদলে যাওয়ার ফলে ইউজার ইন্টারফেসেও আসতে পারে বদল। শোনা যাচ্ছে, অ্যাপল ওয়াচ ৭ -এ নতুন ফেস দেবে কোম্পানি। যা কেবল সেভেন সিরিজের ঘড়িতেই পাওয়া যাবে। পুরোনো মডেলের সফটওয়্যার আপডেট হলেও এই ওয়াচ ফেস পাওয়া যাবে না। এমনই জানাচ্ছে টেক সাইট ম্যাক রিউমারস।


Apple Watch 7-এ নতুন চিপ ?
রিপোর্ট বলছে, ঘড়িতে আগের থেকে বেজেল এরিয়া অনেক কম হবে। সাইডে কার্ভের বদলে ফ্ল্যাট ডিজাইন আনতে চলেছে কোম্পানি।যার ফলে এমনিতেই ঘড়ির আয়তন আগের থেকে অনেক বড় দেখাবে। শোনা যাচ্ছে, নতুন সিরিজে বড় ব্যাটারির জন্য S7 চিপ ব্যবহার করতে চলেছে অ্যাপল। আগামী মাসেই লঞ্চ হতে পারে এই নতুন ঘড়ি।


আরও পড়ুন : Apple confirms September 14 event : ১৪ সেপ্টেম্বর মেগা ইভেন্ট নিশ্চিত, 'আমন্ত্রণপত্র পাঠালো' Apple


আরও পড়ুন : FB and Whatsapp Private Messages: হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজ পড়ছে ফেসবুক, বিস্ফোরক দাবি রিপোর্টে