রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: টাকার বিনিময়ে রক্ত (Blood) পাইয়ে দেওয়ার টোপ। তাও আবার হাসপাতালেই। হাতেনাতে ধরা পড়তেই গ্রেফতার।
জলপাইগুড়ি (Jalpaiguri) সদর হাসপাতালে টাকার বিনিময়ে দ্রুত রক্ত পাইয়ে দেবে বলে এক রোগীর পরিবারের থেকে এক হাজার টাকা দাবি করে এক ব্যাক্তি। বেগতিক বুঝে তাকে হাতেনাতেই ধরে ফেলে এলাকার স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনা বুঝতে পেরে ক্ষুব্ধ জনতা তাকে এরপর বেধড়ক মারধর করতে থাকে অভিযুক্তকে। ওই অভিযুক্ত ব্যাক্তি প্রকাশ্যে কান ধরে ওঠবোস করে ক্ষমা চায়।
এরপর কোতোয়লি থানায় অভিজোগ জানান স্থানীয় বাসিন্দারাই। তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে সেখান থেকেই গ্রেফতার করে।
অন্যদিকে গতকালই জলপাইগুড়িতে আরও এক সাংঘাতিক ঘটনা ঘটে। পাচারের আগেই বাজেয়াপ্ত করা হয় কয়েক কোটি টাকার সাপের বিষ। জলপাইগুড়িতে সাপের বিষ পাচার করতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়ে একজন। উদ্ধার হল প্রায় ১৩ কোটি টাকার সাপের বিষ। গোপন সূত্রে বিষ পাচারের খবর পেয়ে শুক্রবার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করেন বনকর্মীরা। ধৃত ব্যক্তি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। ওই বিষ চিনে পাচারের ছক ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, তিনটি বেলজিয়াম ক্রিস্টাল কাচের জারে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল এক পাচারকারী। তাকে ধরে ফেলেন গরুমারা বন্যপ্রাণী শাখার কর্মীরা। ধৃত পাচারকারী দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। চিনে বিষ পাচার করার কথা ছিল ধৃতের। এই বিষ ১৩ কোটি টাকায় বিক্রির ছক ছিল। ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। জলপাইগুড়ি আদালতের সহকারি সরকারি আইনজীবী সিন্ধু রায় জানিয়েছেন, গরুমারা বন্যপ্রাণী বিভাগের পক্ষ থেকে ধৃতকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ধৃতের আইনজীবী সন্দীপ দত্ত জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে সাপের বিষ পাচারের অভিযোগ আছে। তাকে ৬ দিনের হেফাজতে নিয়েছে বনবিভাগ।
আরও পড়ুন: Jalpaiguri: বিকল হাইমাস্ট লাইট সারাইয়ের দাবিতে অভিনব প্রতিবাদ জলপাইগুড়ির কংগ্রেস কর্মীদের