ঝিলম করঞ্জাই, কলকাতা : প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা (Abhijit Vinayak Banerjee's mother)। বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। 

মা-কে দেখতে শুক্রবারই কলকাতায় এসে পৌঁছন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । নোবেলজয়ী অর্থনীতিবিদের মা-কে দেখতে গতকাল হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । মুখ্যমন্ত্রী কথা বলেন চিকিৎসকদের সঙ্গে । 

বৃহস্পতিবারই সাংবাদিকদের মুখ্যমন্ত্রী  জানিয়েছিলেন, নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়ের মা বেশ অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি । মুখ্যমন্ত্রীও আরও জানান, পড়ে গিয়ে তিনি মাথায় চোট পেয়েছেন নোবেলজয়ীর মা। খবর পেয়ে শুক্রবার সকালেই কলকাতায় পৌঁছন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।       

মুখ্যমন্ত্রীর শোকবার্তা                   


নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় শোকবার্তা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।  'লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী ছিলেন নির্মলা বন্দ্যোপাধ্যায়, ওঁঁর সঙ্গে আমার অনেক সুখস্মৃতি আছে', এক্স হ্য়ান্ডলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ' অভিজিৎ, অনিরুদ্ধ, এস্থার ডাফলো এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল'    






মুখ্যমন্ত্রী লেখেন, ' আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমি গতকাল তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে শিক্ষালাভ করেন এবং কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অর্থনীতির প্রাক্তন অধ্যাপক তিনি। প্রেসিডেন্সি কলেজের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমি নির্মলাদিকে ভাল করে চিনতাম এবং এখন অনেক মধুর স্মৃতি আছে। তাঁর মৃত্যু আমাদের জীবনের এক বিরাট ক্ষতি। অভিজিৎ, অনিরুদ্ধ, এস্থার ডুফলো সহ পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি নির্মলাদির বন্ধু ও ছাত্রদের প্রতি আমার গভীর সমবেদনা।'