ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শহিদ মিনারে ডিএ (DA Protest) আন্দোলনকারীদের মঞ্চে নাটক মঞ্চস্থ করায় শাসকের রোষে নাটকের দল? নদিয়ার চাকদার নাট্য়জন গতকাল ডিএ আন্দোলনের মঞ্চে নাটক মঞ্চস্থ করে। অভিযোগ, এর পরেই কল্যাণীর ঋত্বিক সদন প্রেক্ষাগৃহে তাদের বুকিং বাতিল করে দেওয়া হয়। 


শাসকের রোষে নাটকের দল?


ডিএ বঞ্চনার প্রতিবাদে সামিল হয়েছিলেন তাঁরা। গতকাল শহিদ মিনারে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে নাটক মঞ্চস্থ করে নদিয়ার চাকদার নাট্য়জন। আর তারপরেই বুকিং বাতিল করে দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর কল্যাণীর ঋত্বিক সদন প্রেক্ষাগৃহে বুকিং ছিল এই নাটকের দলের। গতকাল ডিএ আন্দোলনকারীদের মঞ্চে জগাখিচুড়ি নামে একটি নাটক মঞ্চস্থ করেন নাট্য়জনের সদস্য়রা। অভিযোগ এরপরেই বুকিং বাতিল করেছে কল্য়াণী পুরসভা। নাট্য়জনের বুকিং বাতিল করার ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। যদিও এবিষয়ে কল্যাণী পুরসভার তরফে জানানো হয়েছে, ওই সময়ে সরকারি অনুষ্ঠান থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। 


বর্ধিত হারে ও বকেয়া ডিএ-র দাবিতে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার ছিল তাঁদের আন্দোলনের ২৮০তম দিন। আর এদিনই সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভে নাটকের মাধ্যমে প্রতিবাদ করা হয় একাধিক দুর্নীতির। ঘুষ দিয়ে শিক্ষক হওয়া থেকে শুরু করে টাকার বিনিময়ে বদলি, এমনকি রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে, মিড ডে মিলের চাল চুরির প্রসঙ্গও উঠে এসেছে চাকদা নাট্যজনের এই নাটকে। নাটকের নাম 'জগাখিচুড়ি', পুরোদস্তুর পলিটিক্যাল স্যাটায়ার। তার প্রতিটা অঙ্ক জুড়েই ছিল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ (Protest Against Corruption)।


গতকাল ডিএ আন্দোলনের দুপুরে এই নাটক মঞ্চস্থ করেছিল নাট্যজন। আর এরপর সন্ধে নাগাদ বুকিং বাতিলের বিষয়টি জানানো হয় তাদের। গতকাল সন্ধেয় কল্যাণী পুরসভার তরফে মেল মারফত নাট্যদলকে জানানো হয়, তারা যে প্রেক্ষাগৃহ বুকিং করেছিল তা বাতিল করে দেওয়া হচ্ছে। কারণ হিসেব ২৩ থেকে ২৬ নভেম্বর সরকারি অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এদিকে ওই নাট্যদল জানিয়েছে, ইতিমধ্যেই তারা টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।  


 


আরও পড়ুন: Ration Scam: তিন বছর আগে রেশন বণ্টন দুর্নীতির পর্দাফাঁস! কেন এগোল না তদন্ত? উঠছে প্রশ্ন