নয়াদিল্লি: দিল্লিতে তৃণমূলের ধরনা ঘিরে তুলকালামের পর এখনও পার হয়নি ২৪ ঘণ্টা। গতকাল ছিল মঙ্গলবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে তৃণমূলের সাক্ষাৎ ঘিরে কৃষিভবনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল সন্ধ্যায়। অভিষেকদের আটক ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতেই মুখ্যমন্ত্রী ট্যুইটে জানিয়েছিলেন, 'সত্যি কথা চাপা দিতেই হেনস্থা করা হয়েছে' ।মূলত কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার অভিযোগে তৃণমূলের কর্মসূচির দ্বিতীয়দিনেই ছিল ইডির সমন অভিষেককে। এদিকে অভিষেক গোটা দিনই ছিলেন রাজধানীতে। এদিন ফের গর্জে ওঠেন অভিষেক। তবে দিল্লি ইস্যু তো বটেই, পাশাপাশি ইডির সমন নিয়ে প্রশ্নের নিশানায় রেখেছেন শুভেন্দুকেও।
'আমাকে দেওয়া ED-র চিঠি শুভেন্দুর কাছে কীভাবে ?'
ইডির তলব ঘিরে একটি বড়সড় প্রশ্ন তুলেছেন অভিষেক। প্রশ্নটা বিরোধী দলনেতাকে নিয়ে। অভিষেক প্রশ্ন তুলেছেন, 'ইডির সঙ্গে আমার কী চিঠি আদানপ্রদান হয়েছে, সেটা শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন কী করে? কীভাবে এই চিঠি শুভেন্দু অধিকারীর কাছে যাচ্ছে? এর একটা সিবিআই তদন্ত হোক না।' প্রসঙ্গত, এর আগে কয়লাপাচার মামলায় ইডি তলবে দিল্লি যাওয়ার আগে অভিষেক বলেছিলেন, যদি দোষী প্রমাণিত করতে পারে, তাহলে তিনি নিজেই শাস্তি মাথা পেতে নেবেন। কিন্তু সুপ্রিম নির্দেশের পর ইডি তলবের স্থান বদলালেও বক্তব্যে অটুট অভিষেক। কলকাতায় ইডির তলব শেষে, বাইরে বেরিয়ে এসে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছিলেন তীব্র কটাক্ষ। তিনি বলেছিলেন 'দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ।'
আরও পড়ুন, প্রবল বর্ষণের জেরে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা
'দিল্লিতে যা করেছি, সেটা ছোট্ট একটা ট্রেলার..'
এদিন অভিষেক বলেন, 'দিল্লিতে যা করেছি, সেটা ছোট্ট একটা ট্রেলার, সিনেমা তো হবে ২ মাস পর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২ মাস পর আসল সিনেমা হবে দিল্লির বুকে।'প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করা আগেই এদিন পুলিশ এসে কার্যতই দোলা সেন-সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্বকে চ্যাংদোলা করে বাইরে বের করে দেয়। যদিও শেষ মুহূর্ত অবধি মাটি আঁকড়ে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবং তাঁকে ঘিরে ছিলেন বসেছিলেন বীরবাহা হাঁসদা। যদিও শেষ অবধি শান্তনু সেন, মহুয়া মৈত্র, ডেরেক-সহ তৃণমূলের প্রতিনিধিদের টেনে হিঁচড়ে বাসে তোলে দিল্লি পুলিশ। তবে গোটা ঘটনায় সরব তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিকে দিল্লি পুলিশের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা আটক হতেই প্রতিবাদে বাংলায় জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয় গতকাল।