আশাবুল হোসেন, আবির দত্ত, কলকাতা : ৯ অক্টোবর ইডির তলবে হাজিরা দেননি অভিষেক। বরং ED-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি। আবারও এল কেন্দ্রীয় সংস্থার নোটিস। পুজো মিটতেই ফের সক্রিয় হয়েছে ED। দিকে দিকে চলছে বিভিন্ন দুর্নীতি মামলা সংক্রান্ত তদন্ত-তল্লাসি। এরই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।
বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিষেক ED দফতরে যাবেন। এ নিয়ে চলতি বছরের ২০ মে থেকে নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৬ বার তলব করল CBI ও ED।
এ বছর কবে কবে তলব অভিষেককে :
- নিয়োগ দুর্নীতি মামলায় চলতি বছরের ২০ মে, নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ডেকে পাঠায় সিবিআই।
- এরপর ১৩ জুন নবজোয়ার যাত্রার মধ্য়েই অভিষেককে তলব করে ED।
- গত ১৩ সেপ্টেম্বর, বিরোধী জোট 'INDIA'-র সমন্বয় কমিটির বৈঠকের দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ED।
- ৩ অক্টোবর, দিল্লিতে তৃণমূলের ধর্নার দিন ফের তলব করা হয় অভিষেককে। ওই দিন দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। বরং রাজধানীতে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিন তিনি। বলেন, 'আমি আবার বলছি, পারলে আমাকে আটকে দেখাও। আমি কোনও তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না। আমার যা বলার ছিল, বলেছি এবং চ্যালেঞ্জ করছি। দিল্লির মাটিতে দাঁড়িয়েও ফের এই চ্যালেঞ্জ করছি'
- ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করে ED। এবারও তিনি হাজিরা দেননি। ED-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক। হাইকোর্ট সম্পত্তির নথি জমা দেওয়ার নির্দেশ দেয়। সূত্রের খবর, আদালতের নির্দেশে গত ১০ অক্টোবর ED দফতরে নথি জমা করেন অভিষেক। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কেও তলব করে ED। অভিষেক-পত্নী ও আপ্ত সহায়ক সুমিত রায় ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও, হাজিরা দেননি অভিষেকের মা-বাবা। লিপস্ অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত তদন্তে তলব করলেও, ইডির দফতরে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। সূত্রের দাবি, ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা দেননি অমিত বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফৎ সেকথা জানিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে তিনি অনেক নথি পাঠান বলেও সূত্রের দাবি।
আরও পড়ুন :
'মন্নতে'র ভিড়ই যেন সরে এল কালীঘাটে, জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন অভিষেক