কলকাতা: দীপাবলির অপেক্ষায় শহরবাসী। তার আগেই যদিও শীত শীত ভাব অনুভূত হচ্ছে। কিন্তু মঙ্গলের দুপুরে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Birthday)। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভিড় উপচে পড়ল কালীঘাটে। ছোট্ট আয়াংশের হাত ধরে বেরিয়ে এলেন অভিষেকও। ভিড়ের মাঝে সকলের স্নেহ, ভালবাসা এবং আশীর্বাদ গ্রহণ করলেন। অভিবাদন জানালেন সকলকে। (Kolkata News)


মঙ্গলবার জন্মদিন অভিষেকের। আজ ৩৬ বছর পূর্ণ করলেন তিনি। আর সেই উপলক্ষেই কালীঘাটে ভিড় উপচে পড়তে দেখা গেল। ফুলের তোড়া, কেক, প্ল্যাকার্ড হাতে সেখানে উপস্থিত হয়েছিলেন অভিষেকের অনুগামীরা। ব্যারিকেড করে পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে। উচ্ছ্বাসের মাঝে শোনা যায় ঢাকঢোলের শব্দও।


সেই উচ্ছ্বাস একধাক্কায় বেড়়ে যায়, অভিষেক বেরিয়ে আসামাত্র। জন্মদিনে অনুগামীদের নিরাশ করেননি অভিষেক। নিজে এসে শুভেচ্ছা গ্রহণ করেন যেমন, সঙ্গে নিয়ে আসেন ছেলে আয়াংশকেও। বাবার হাত ধরে ভিড়ের মধ্যে উপস্থিত হয় অভিষেকপুত্র। তাতেই বাঁধ ভাঙে উচ্ছ্বাস, আনন্দ। অভিষেকের নামে ধ্বনিও শোনা যায়। ছেলেকে কোলে নিয়ে শুভেচ্ছা গ্রহণ করেন অভিষেক।


আরও পড়ুন: Akhil Giri: 'রাজ্যপালের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে নথি', মঞ্চ থেকে রাজ্যপালকে নিশানা অখিল গিরির


এর পর ব্যারিকেডের দিকে খানিকটা এগিয়েও যান অভিষেক। ভিড়ের মধ্যে থেকে মাথায় হাত ঠেকিয়ে কেউ কেউ আশীর্বাদও করেন তাঁকে। ভিড়ের মধ্যে কেকের বাক্সও হাতবদল হতে দেখা যায়। হাত বাড়িয়ে ফুলের তোড়া গ্রহণ করেন অভিষেকও। সকলকে অভিবাদন জানান তিনি। তার পর ফের বাড়িতে ফিরে যান।


কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের অনেকে থাকলেও, অভিষেক থাকেন খানিকটা তফাতে, শান্তিনিকেতনে। জন্মদিন উপলক্ষেই তিনি কালীঘাটের বাড়িতে এসেছিলেন বলে তৃণমূলসূত্রে খবর। আর সেখানেই ভিড় জমান অনুগামীরা। আগে কখনও অভিষেকের জন্মদিনে এমন উন্মাদনা, উচ্ছ্বাস চোখে পড়েনি। তাই সদ্য জন্মদিন কাটানো, বলিউড তারকা শাহরুখ খানের 'মন্নতে'র বাইরের ভিড়ের কথা স্মরণ করছেন অনুগামী এবং সমর্থকদের কেউ কেউ। 


নিয়োগ থেকে কয়লা, গরু হয়ে রেশন দুর্নীতি কাণ্ডে একের পর এক তৃণমূলের নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে। অভিষেক নিজে তদন্তকারীদের সামনে হাজিরা দিয়েছেন, হাজিরা দিতে হয়েছে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। সেই আবহে অভিষেকের জন্মদিন ঘিরে অনুগামী এবং সমর্থকদের মধ্যে এই উচ্ছ্বাস তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।