সৌভিক মজুমদার, কলকাতা : বিচারব্যবস্থাকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । বিচারপতিদের বিরুদ্ধে সরাসরি তুললেন বিজেপিকে (BJP) মদত দেওয়ার অভিযোগ  তুলেছিলেন। নাম নিয়ে আক্রমণ করেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থাকে (Rajshekhar Matha)। বলেছিলেন, ' হাইকোর্টের জাস্টিস, রাজাশেখর মান্থার জাজমেন্ট... এমন জাজমেন্ট দিচ্ছেন, শুভেন্দু আগামী দিনে অপকর্ম করলে ব্য়বস্থা নেওয়া যাবে না। সেই রাজাশেখর মান্থাই জাজমেন্ট দিয়ে বিজেপির গুন্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখেছে।' এবার এই মন্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 



আদালত অবমাননার অভিযোগ তুললেন বিকাশরঞ্জন


আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। করলেন স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি। সোমবার মামলাকারী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে অভিযোগপত্র হলফনামা আকারে দাখিল করার নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। চলতি সপ্তাহে ফের বসবে বৃহত্তর বেঞ্চ। সেখানে এই হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন আরও বলেন, ' কেউ আমার বিরুদ্ধে কমটেম্পট করবে। সত্য়ি কথা বলার জন্য় ব্য়বস্থা নিতে চাইলে নিতে পারে। প্রোটেকশন দিয়ে পুলিশের হাত বেঁধে দিচ্ছে। এই জন্য় যদি কেউ দায়ী থাকে, হাইকোর্টের মাননীয় বিচারপতিরা। আমার বিরুদ্ধে ব্য়বস্থা নিতে চাইলে নিতে পারে। আপনি পুলিশ প্রশাসনের হাত বেঁধে দিচ্ছেন'  

অভিষেকের এই মন্তব্যের পর রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে চিঠি দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একজন সাংসদ হয়ে যে কথা উনি বলেছেন, আমার মনে হয়, স্পিকারের উচিত ইমিডিয়েট তাঁর সাংসদ পদ খারিজ করা।' স্পিকারকে পাঠানো চিঠিতে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লেখেন, সাংসদদের সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য থাকা উচিত। কিন্তু, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার সেই সংবিধানকে জোর করে পিষ্ট করছে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, মহামান্য কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে গতকাল যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অবমাননাকর। আমি অনুরোধ করছি, তাঁর সাংসদ পদ খারিজ হওয়া উচিত।                


তৃণমূল সাংসদের গ্রেফতারির দাবিও তোলেন তিনি। সব মিলিয়ে, বিচারব্য়বস্থাকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বেনজির আক্রমণ ঘিরে নতুন বিতর্ক রাজ্য় রাজনীতিতে।  বিচারব্য়বস্থাকে আক্রমণ নিয়ে, রবিবার গর্জে ওঠেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজ্ঞদের একাংশ।


আরও পড়ুন :  


বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধারাল অস্ত্রের কোপ অশোকনগরে, সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial