সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অশোকনগরে বিজেপি প্রার্থী প্রীতিঋষি দাসের জাকে ধারাল অস্ত্রের কোপ, অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পরিবারের দাবি, বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন, তাই হামলা চলেছে। এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গৃহবধূ।


কী ঘটেছিল?
অশোকনগরের চড়কতলা এলাকার ঘটনা। প্রাথমিক ভাবে শোনা যায়, মদ্যপানের প্রতিবাদ করায় গৃহবধূর ওপর হামলা করে দুষ্কৃতীরা। তাঁর পেটে ও কোমরে কোপ বসানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ভোট-পর্ব মিটলেও এই ধরনের হামলার অভিযোগ একাধিক জায়গা থেকে এসে চলেছে। এদিনই যেমন, ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর  ভাইকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির  বিরুদ্ধে। রড-বাঁশ দিয়ে মারধর করা হয়েছে তাঁকে, এমনই অভিযোগ। সবটাই উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের মোহনপুরের ঘটনা। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী তৃণমূলের সদস্য প্রসেনজিৎ পাত্রর ভাই পেশায় টোটোচালক। অভিযোগ, গত কাল অর্থাৎ শনিবার রাতে তাঁর টোটোয় যাত্রী সেজে উঠে নির্জন এলাকায় নিয়ে গিয়ে মারধর করেন পরাজিত বিজেপি প্রার্থী ও তাঁর অনুগামীরা। আপাতত জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রসেনজিৎ পাত্রর ভাই। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, এটি তৃণমূলের ঘরোয়া কোন্দলের জের।
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে দফায় দফায় অশান্তির খবর ছড়িয়েছে। কিছুতেই রাশ পরানো যায়নি প্রাণহানির ঘটনায়। গোটা পর্বে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পঞ্চাশের বেশি। কিন্তু ফলপ্রকাশের কয়েকটা দিন কেটে যাওয়ার পরও দিকে দিকে মারপিট, বোমা উদ্ধার, সংঘর্ষ কেন কমছে না? কবে কমবে ত্রাসের ভার? উত্তরের অপেক্ষায় সাধারণ মানুষ। এরই মধ্যে রবিবার, বনগাঁয় বিজেপির বুথ সভাপতির বাড়িতে চড়াও হয়ে তাঁর মাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কালুপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি হারায়, ভোটের ফল বেরোনোর পরের দিন, ১২ জুলাই বুথ সভাপতির বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর মাকে মারধর করে তৃণমূল কর্মীরা। গতকাল অর্থাৎ শনিবার বুথ সভাপতির বাড়িতে যান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তৃণমূলকে নিশানা করেন বিজেপি বিধায়ক। তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, ভোটে হারায় মিথ্যা অভিযোগ করছে গেরুয়া শিবির। 


আরও পড়ুন:বালুরঘাটে গণনা কেন্দ্র থেকে হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও !