জলপাইগুড়ি: নজরে পঞ্চায়েত ভোট। ময়নাগুড়িতে জনসংযোগে অভিষেক। এদিন বকেয়া টাকা নিয়ে ফের এদিন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।


এদিনও তিনি একইভাবে বলেন, 'মানুষের পঞ্চায়েত গড়তেই, ঘর-পরিবার ছেড়ে আপনাদের কাছে। মানুষ যাকে চাইবে, তাঁকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস।' পাশাপাশি ১০০ দিনের টাকা নিয়েও দিলেন খোঁচা। মূলত, অভিষেকের ২ মাস ব্যাপী জনসংযোগ যাত্রার আজ পঞ্চম দিন।আজ তাঁর কর্মসূচি জলপাইগুড়ি জেলার মাল-এ। জনসংযোগের পাশপাশি সেখানেই জটিলেশ্বর মন্দিরে আজ পুজো দেন অভিষেক। 


তবে এদিন রেড রোডে বেলা পড়ার আগেই বিজেপির প্রতিবাদ সমাবেশে শুভেন্দু, মমতার বিরুদ্ধে বিভাজনের রাজনীতির কথা তুলেছিলেন। রেড রোডের সভায় শুভেন্দু এদিন বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারবাদ, তোষণবাদ, দুর্নীতিবাদের চাষ করেছেন। মোদিজীর নেতৃত্বে বিকাশবাদ প্রতিষ্ঠা করতে চাই। সংখ্যালঘু মানুষরা বাইরের রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন। রাজ্যের তৃণমূল সরকার তাদের কাজের ব্যবস্থা করেনি। এমএসডিপি-র টাকায় ব্যাপক চুরি, দুর্নীতি হয়েছে।' একইভাবেই ময়নাগুড়িতে পাল্টা আক্রমণ অভিষেকেরও।


প্রসঙ্গত, জনসংযোগ যাত্রার (Janasanyog Yatra) শুরুতেই মিলেছে ব্যাপক সাড়া। মানুষের ভিড়ে মিশে যান দিনহাটার জনসংযোগ যাত্রার দিন, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোথাও তাঁর সঙ্গে সেলফি তুলতে ছুটে এসেছিল কম বয়সিরা। কোথাও আবার শিশুকে নিজের কোলে তুলে নিয়েছিলেন অভিষেক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তুলতে শোনা গিয়েছিল সেদিনও অভিষেককে (TMC)। 


অভিষেক বলেছিলেন, 'আগামী পাঁচ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা। কোনও শাসকদল এভাবে রাস্তায় নামে না। আমরা এসেছি আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি। মানুষের ভোট নিয়ে, ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে।  আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, আপনাদের মতামত জানতে এসেছি আমরা।' আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ এবং অবাধ করতে হবে বলেও মন্তব্য করেন অভিষেক।


আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?


আরও পড়ুন, আম খেলে ওজন বাড়ে কি ? কী দাবি বিশেষজ্ঞদের ?


জেলা নেতৃত্বের সুপারিশে নয়, মানুষের পছন্দকে অগ্রাধিকার দিয়ে প্রার্থী নির্বাচন করা হবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক। ফের সেই আশ্বাসই দিয়েছিলেন সেদিনও তিনি। বলেছিলেন, 'নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন। প্রার্থী বেছে নেওযার অধিকার আপনাদের। আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন। মানুষ যাকে প্রার্থী চাইবেন, তৃণমূল তাকেই জয়ী করে পঞ্চায়েতে নিয়ে আসবে। পাঁচ বছর দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন। পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান কে হবেন, ঠিক করবেন আপনারা।' তৃণমূল মানুষের পঞ্চায়েত গড়তে চায় বলে মন্তব্য করেন অভিষেক।