কলকাতা: একশো দিনের কাজের টাকা আদায়ে দিল্লি চলোর ডাক। কৃষি ভবনের সামনে লড়াইয়ের বার্তা। ২ অক্টোবর মহাত্মা গাঁধী জন্মজয়ন্তীতে দিল্লির চলোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দিল্লি চলোর ডাক: একুশের মঞ্চ থেকে এবার দিল্লি চলোর ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "২ বছর ধরে বন্ধ একশো দিনের কাজের টাকা। সাত থেকে আট থেকে হাজার কোটি টাকা বাকি। জব কার্ড হোল্ডারদের জীবন-জীবিকা নির্ভর করে এই একশো দিনের কাজের টাকার উপর। তাঁদের টাকা আটকে রেখেছে এই বিজেপি সরকার। একশো দিনের আন্দোলন আগামী দিনে দিল্লির বুকে হবে। কৃষিভবনের বাইরে হবে। কাঁধে কাঁধে মিলিয়ে লড়ব। গাঁধী জয়ন্তীতে ২ অক্টোবর দিল্লির চলোর ডাক তৃণমূল কংগ্রেস দিল।''
বকেয়া আদায়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। ভোট শেষের পর বকেয়া আদায়ে দিল্লির যাওয়ার ডাক আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রীতিমতো আন্দোলনের সুর বেঁধেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মহাত্মা গাঁধীর জন্ম জয়ন্তীতে দিল্লি চলোর ডাক দিলেন তিনি। এর আগে গত ৫ এপ্রিল অভিষেকের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তৃণমূল প্রতিনিধি দলের। এরপর একাধিকবার দিল্লিতে গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। এবার আন্দোলনের দিনক্ষণ জানিয়ে দিলেন তিনি।
একইসঙ্গে এদিন বক্তব্য রাখতে গিয়ে দিল্লি যাওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। একুশে জুলাইয়ের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "২ রা অক্টোবর দিল্লিতে ধর্না করব। তোমরা আমাদের টাকা তুলে নিয়ে যাও জিএসটি থেকে। আমদের টাকার ভাগ দাওনি। যদি এর মধ্যে টাকা না দাও, তাহলে গাঁধীজির জন্মদিনে দিল্লি যাব। আটকানো হলে, যেখান থেকে আটকাবে সেখান থেকে আওয়াজ দিল্লি পৌঁছবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial