সৌভিক মজুমদার, কলকাতা :  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee ) জিজ্ঞাসাবাদ মামলায় রায়দান হতে চলেছে। বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিন্হা ( Justice Amrita Sinha )।


অভিষেকের নাম বলানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষ। 
নিম্ন আদালত ছাড়াও হেস্টিংস থানায় চিঠি দিয়ে অভিযোগ করেন কুন্তল। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Justice Abhijit Gangopadhyay ) বলেন, সিবিআই-ইডি-র উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা। অভিষেকের বক্তব্যও তদন্তের বাইরে থাকা উচিত নয়, বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।


এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সর্বোচ্চ আদালতের নির্দেশে এজলাস বদলের পরে মামলা যায় বিচারপতি অমৃতা সিন্হার কাছে। অভিষেকের মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিন্হা মন্তব্য করেন, তদন্তকারী সংস্থা কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। বৃহস্পতিবার অভিষেককে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত সেই মামলারই রায় ঘোষণা করবেন বিচারপতি সিন্হা।  


আরও পড়ুন :


হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও ! 


গত ৮ মে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়? প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি। 'তদন্তকারী সংস্থা যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। এতে অসুবিধা কীসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়?' প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তিনি বলেন, ' সিঙ্গল বেঞ্চ আপনার বিরোধিতা করে কিছু বলেছে বলে দেখছি না। তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে। এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা করবেন না কেন? একটু বেশি আশঙ্কায় ভুগছেন। ' 


প্রেক্ষাপট 


১২ এপ্রিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মন্তব্য় করেছিলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র। 
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই মামলার এজলাস বদল হয়।  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে।গত ৮ মে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়? প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি। উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন - কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ-মামলায় মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিন্হা।