উজ্জ্বল মুখোপাধ্যায়, সুমন ঘরাই ও শিবাশিস মৌলিক, কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সাসপেন্ড করেছে তৃণমূল। ক্ষমতা থাকলে হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী আর বিশ্বজিৎ কুণ্ডুকে সাসপেন্ড করে দেখাও ! দুর্নীতি ইস্যুতে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও।
নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচার। বাংলায় একের পর এক কেলেঙ্কারির অভিযোগে হেভিওয়েট নেতারা গ্রেফতার হয়ে জেলে। আর তা নিয়েই তৃণমূলকে যখন বিরোধীরা কোণঠাসা করার চেষ্টা করছে, তখন পাল্টা আক্রমণের পথে হাঁটলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বললেন, "যদি এসএসসিকাণ্ডে প্রসন্ন রায় থেকে দিলীপ ঘোষের বাড়ি থেকে দলিল উদ্ধার হয়, কেন দিলীপ ঘোষের ‘কাস্টোডিয়াল ইন্টারোগেশন’ হবে না ? বিজেপি করলে আইন আলাদা ? তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে যদি সাসপেন্ড করে, তোমাদের ক্ষমতা থাকলে, হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী আর বিশ্বজিৎ কুণডুকে সাসপেন্ড করে দেখাও, তারপর তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলবে।"
এই ইস্যুতে শুভেন্দু বলছেন, রাজ্য়ে ৭৫ শতাংশ চাকরি চুরি হয়েছে। তৃণমূল কর্মীরা চাকরি পাননি। নেতা-মন্ত্রীর আত্মীয়রা পেয়েছেন।
দুর্নীতি ইস্য়ুতে ব্য়বস্থা নেওয়া প্রমাণ করতে অভিষেক সরাসরি নাম করলেন পার্থ চট্টোপাধ্যায়ের। নাম না করে তুললেন কুন্তল-শান্তনুর প্রসঙ্গও। অভিষেক বলেন, "আমি পার্থ চট্টোপাধ্যায়কে ৬ দিনের মাথায় সাসপেন্ড করেছি। দল থেকে সাসপেন্ড করে, মন্ত্রিসভা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২-৪ টে ছেলে তৃণমূলের সঙ্গে ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেছেন। সংবাদমাধ্য়ম থেকে দেখলাম অভিযোগ উঠেছে, যদিও প্রমাণিত হয়নি। তবু আমরা দল থেকে বহিষ্কার করেছি। কাউকে অন্য়ায়ভাবে সিবিআই গ্রেফতার করলে আমায় ফোন করুন, আমি পাশে থাকব।"
এই পরিস্থিতিতে পাল্টা বিরোধীদের প্রশ্ন, দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলের নীতি জিরো টলারেন্স হলে অনুব্রত মণ্ডল কিংবা মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয় না ?
প্রসঙ্গত, এদিন শহিদ মিনারের সভা থেকে অভিষেক হুঙ্কার দেন, 'দিল্লি থেকে আমরা সব দাবি ছিনিয়ে আনব। কেউ শেষ কথা বলে না, বলেন গণদেবতা।' ফের একবার সভা মঞ্চ থেকে তোলেন কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। এর আগেও বহুবার কেন্দ্রীয় সরকারের তরফে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণে শোনা গেল তারই অনুরণন। তিনি বললেন, 'বিজেপি সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে'। কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক বলেন, 'প্রধানমন্ত্রীর কথামতো কেন্দ্রের সরকার জোড়া লাড্ডু বাংলার হাতে তুলে দিয়েছে।'
আরও পড়ুন ; প্রচুর দুর্নীতির জন্য রাজ্যের ওপর আর্থিক নিষেধাজ্ঞা কেন্দ্রের, দাবি শুভেন্দুর