অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ২৩-২৪ অর্থবর্ষে রাজ্যকে আর টাকা দেবে না কেন্দ্র। ২৩-২৪ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও কেন্দ্র রাজ্যকে টাকা দেবে না বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রচুর দুর্নীতির জন্য রাজ্যের ওপর আর্থিক নিষেধাজ্ঞা কেন্দ্রের, চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা ।
সরগরম মহানগর: বুধবার রাজনৈতিক টক্করে কার্যত সরগরম মহানগর। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার (Mamata Banerjee) ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের (West Bengal) বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না চলবে। মেট্রো স্টেশনের গেটের কাছে ৪০ ফুটের মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই অবস্থান বসবেন শুভেন্দু, সুকান্ত, দিলীপরা।
রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর: সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগের অভিযোগে ফের রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার ট্যুইটে লেখেন, দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার কৌশলগত ভাবে নিয়োগ সংস্থাগুলির ভূমিকা সঙ্কুচিত করছে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে কলেজ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, PSC-র ভূমিকা কী হবে? রাজ্য সরকার পুলিশের বদলে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে। CMO-তে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট নিয়োগ করা হচ্ছে। কলেজে অধ্যাপকের পরিবর্তে অস্থায়ী লেকচারার নিয়োগ করছে। কারণ তাতে খরচ কম, DA নেই। এটাই কি আমাদের যুব সমাজের ভবিতব্য? জোর করে মর্যাদাহীন কাজ এভাবে করতে হবে? একাধিক নিয়োগপত্র ট্যুইট করে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর।
বুধবারের মহানগরে মহাটক্কর: রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় তৃণমূলনেত্রী। শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দুর্নীতির অভিযোগে অবস্থান বিজেপির। শহিদ মিনার চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভায় অভিষেক। অভিষেকের সভার ১০০ মিটারের মধ্যে ধর্না চলছে ডিএ আন্দোলনকারীদের। ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। কেন্দ্রের বঞ্চনা এবং তৃণমূলের অপশাসনের অভিযোগে পথে নেমেছে বামেরা। রাহুল-ইস্যুতে আজ পথে নামবে কংগ্রেসও।
উল্লেখ্য, যে দাবিতে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, ঠিক সেই দাবিতেই আজ কলকাতায় মিছিল করছে বামেরা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা চলবে না, এই টাকা রাজ্যকে দিতে হবে। মূলত এই ইস্যুকে সামনে রেখেই আজ দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে বামেরা। মিছিলে যোগ দেবেন বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। একই সঙ্গে রাজ্যে তৃণমূল সরকারের অপশাসনের অভিযোগেও সরব হবেন বাম নেতৃত্ব। বামেদের মিছিল রামলীলা পার্ক থেকে শুরু হয়ে মল্লিকবাজার, জোড়া গির্জা হয়ে পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে শেষ হবে।