বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন। উপর মহলের চাপের জের। অনেকবার তলব করা হয়েছে, একাধিকবার আমি ও আমার স্ত্রী হাজিরা দিয়েছি। ইডিকে সব সম্পত্তির নথি তলবের প্রথম হাজিরাতেই দেওয়া রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মুখ খুলে এবিপি আনন্দকে (ABP Ananda) এমনই বিস্ফোরক তথ্য জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবিপি আনন্দকে জানিয়েছেন, 'ইডির প্রথম তলবে হাজিরায় সম্পত্তির সব তথ্য় দেওয়া হয়েছে ইডিকে'। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে জানিয়েছেন, 'ইডি ও সিবিআই আমাকে এবং আমার স্ত্রীকে অনেকবার তলব করেছে। ২০২০ সাল পর্যন্ত আমি ৫ বার হাজিরা দিয়েছি, আমার স্ত্রী ৪ বার হাজিরা দিয়েছেন। ইডি যখন প্রথম তলব করে, তখনই আমার সম্পত্তি ও ব্যাঙ্কের লেনদেনের সব তথ্য দিয়েছিলাম। স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছি'।
ইডির (ED) কাছে সম্পত্তির তথ্য দিয়ে রেখেছেন জানানোর পাশাপাশি এবিপি আনন্দের সঙ্গে কথা বলার মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় তল্লাশির সময় ১৬ টি ফাইল ডাউনলোড করেছিল ইডি। যাতে সেই তথ্য পরে কাজে লাগানো যায়। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ সেরে বেরিয়ে জানিয়েছিলেন, নিটফল মাইনাস ২। যে প্রসঙ্গে এবিপি আনন্দকে অভিষেক জানিয়েছেন, উপর মহলের চাপের জেরে বারবার ডাকা হচ্ছে। একই প্রশ্ন করা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে, যা দু'বছর আগেও করা হয়েছিল।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে ফের একবার ইডি-র তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর ও পরিবারের সদস্যদের সম্পত্তির তথ্য চেয়ে চাওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি-র আরও তথ্য তলব ঘিরেই অভিষেক এবিপি আনন্দকে জানালেন, 'প্রথম তলবে হাজিরাতেই সব সম্পত্তির তথ্য ইডিকে দেওয়া আছে।'
লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) অফিসে ফাইল ডাউনলোড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ ইডির। 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন জানানোর পর থেকেই হয়রানি শুরু, আমাদের বলতে বাধা নেই যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নির্দেশে এসব হচ্ছে', ফাইলকাণ্ডে পুলিশের তদন্তের বিরুদ্ধে হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ ইডির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন