নয়াদিল্লি: আর একমাসও বাকি নেই। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ODI World Cup 2023)। তবে মেগা টুর্নামেন্টের আগে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS ODI) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে। রেকর্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে, শক্তি, দুর্বলতা পরীক্ষা করার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
২২ সেপ্টেম্বর মোহালিতে আয়োজিত হবে সিরিজের প্রথম ম্যাচ। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতীয় পুরুষ দলের নির্বাচকরা রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরার মতো বেশ কিছু তারকাদের বিশ্রাম দিয়েছেন। অধিনায়ক রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক রাহুল কেমন পারফর্ম করেছেন, কী বলছে পরিসংখ্যান?
রাহুল এখনও পর্যন্ত ভারতীয় দলকে সাতটি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এই সাত ম্যাচের মধ্যে তাঁর অধিনায়কত্বের রেকর্ড খুব আহামরি নয়। রাহুলের নেতৃত্বে ভারতীয় দল চারটি ম্যাচ জিতেছে আর তিনটি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে এই প্রথমবার ঘরের মাঠে ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতীয় গলরকে নেতৃত্ব দেবেন রাহুল। এর আগে তাঁর নেতৃত্বে ভারতীয় দল সাতটি ম্যাচই বিদেশের মাটিতে খেলেছে।
২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিডজে ভারতীয় দল তিনটি ম্যাচেই পরাজিত হয়েছিল। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে আবার রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল ৩-০ জয়লাভ করে। বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। সেই ম্যাচেও ভারত জয়লাভ করে।
অধিনায়ক রাহুল ব্যাট হাতেও কিন্তু তেমন পারফর্ম করতে পারেননি। মাত্র ১৯.১৬ গড়ে তিনি ১১৫ রান করেছেন। মাত্র একটি অর্ধশতরান করেছেন তিনি। অধিনায়ক এবং ব্যাটার, উভয় হিসাবেই নিজের রেকর্ড ভাল করার সুযোগ রয়েছে রাহুলের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডেতেও তাঁর রেকর্ড কিন্তু বেশ ভাল। অজ়িদের বিপক্ষে রাহুল ১১ ইনিংসে ৪৩.৫৫ গড়ে মোট ৩৯২ রান করেছেন। তিনটি অর্ধশতরানও রয়েছে তাঁর দখলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বৃষ্টির জেরে ভেস্তে গেল ম্যাচ, এশিয়ান গেমসের শেষ চারে মান্ধানারা