কৃষেন্দু অধিকারী, দীপক ঘোষ, কলকাতা : পেরিয়ে গেছে ২৫টা দিন।  কিন্তু কোথায় রয়েছেন সন্দেশখালির ( Sandeshkhali )  বেতাজ বাদশা শেখ শাহজাহান (Sheikh Shahjahan ) ? উত্তর নেই কারও কাছেই। সোমবারও ইডির তলবে হাজিরা দেননি তিনি। শেখ শাহজাহান প্রসঙ্গে তৃণমূলের অন্দরেই কি দুটি ভিন্ন মত রয়েছে? শাহজাহান ইস্য়ুতে কি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও ফিরহাদ হাকিম দুই ভিন্ন মেরুতে? সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ইঙ্গিত অনন্ত তেমনটাই। 


কী বলেছেন অভিষেক


সোমবার অভিষেক বলেন, 'যে ঘটনাটা সেদিন তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং কেস তো বিচারাধীন। ইতিমধ্য়েই ED-ও মামলা করেছে, ইতিমধ্য়ে SIT গঠন করে তদন্ত হচ্ছে, তো যতক্ষণ না তদন্তে কোনওরকম কোনও ফয়সালা হচ্ছে, আমি কী করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই।' 


শুধু তাই নয়, তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন করেন, শেখ শাহজাহান কী করেছে? গত ৫ জানুয়ারি রেশন কেলেঙ্কারির তদন্ত-অভিযানে গিয়ে রক্তাক্ত হন ইডির আধিকারিকরা। এদিন, রীতিমতো, তাড়া করে মারতে মারতে, এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের! পরপর গাড়িতে ভাঙচুরও করা হয়। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি সংবাদমাধ্য়মও। সেদিনের সেই ভয়াবহ ঘটনা নিয়ে অভিষেকের মন্তব্য, 'শেখ শাহজাহান কী করেছে? আমি তো সেদিন, যেদিন ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি। আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত।' 


শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডির ওপর হামলা নিয়ে, ফিরহাদ হাকিম বলেছিলেন, সন্দেশখালিতে যেটা হয়েছে অন্যায় হয়েছে। যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে। অন্যায় করেছে। 

ফিরহাদ ও অভিষেকের বক্তব্যের এই ফারাকটুকুই প্রশ্ন তুলে দিচ্ছে, শেখ শাহজাহান প্রসঙ্গে তৃণমূলের অন্দরেই কি দুটি ভিন্ন মত রয়েছে?  


এদিকে এরইমধ্য়ে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন জানালেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। সোমবার ইডির সামনে হাজিরা না দিয়ে, ব্যাঙ্কশাল কোর্টে ইডি আদালতে আগাম জামিনের আবেদন করলেন তিনি। মঙ্গলবার শুনানির সম্ভাবনা।                      


আরও পড়ুন: মনখারাপ, অবসাদে ভুগছেন ? মাত্র ৪ দিনে ফুরফুরে হবেন ! খেতে হবে এই ফলটা