প্রকাশ সিন্হা, কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, কলকাতা  : ED-র তলবে তেসরা অক্টোবর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । ওইদিন যোগ দেবেন দিল্লিতে দলীয় কর্মসূচিতে। X-হ্য়ান্ডলে ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হুঁশিয়ারির সুরে তিনি লিখেছেন, আমি দিল্লির কর্মসূচিতে যোগ দেব, পারলে আটকে দেখাও।  অভিষেকের চ্য়ালেঞ্জের পর এবার কি ইডির তলবে হাজিরা দেবেন অভিষেকের মা -বাবা? 


অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পর এবার তাঁর মা-বাবাকেও তলব করেছে ইডি ( ED ) । সূত্রের দাবি, লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।  


নিয়োগ দুর্নীতির ( Recruitment Scam )  অভিযোগের তদন্তে একটার পর একটা পাতা উল্টোচ্ছে, আর সামনে আসছে তোলপাড় ফেলে দেওয়া সব তথ্য়! এ নিয়ে কড়া কড়া প্রশ্ন করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি! চাইছেন লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির তালিকা! আর এই প্রেক্ষাপটেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি তাঁর মা লতা বন্দ্য়োপাধ্য়ায় এবং বাবা অমিত বন্দ্য়োপাধ্য়ায়কেও তলব করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি। গোয়েন্দা সূত্রে দাবি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মা-বাবাকে লিপস অ্য়ান্ড বাউন্ডসের ( Leaps & Bounds Pvt Ltd ) ডিরেক্টর হিসেবে ডাকা হয়েছে। এই সংস্থা নিয়ে তদন্তে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

এর আগে সোমবারই লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তি নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিন্হা। ইডি-র রিপোর্টে লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টরদের তালিকা দেখে বিচারপতি প্রশ্ন করেছিলেন, ' ১ নম্বরে যার নাম রয়েছে, ২০০১ সালের ৯ এপ্রিল থেকে এখনও পর্যন্ত তিনি ডিরেক্টর। তাঁর সম্পর্কে কি বিস্তারিত তথ্য জোগাড় করেছেন? কোনও তথ্য যাচাই হয়েছে? কেন করেননি? কে বাধা দিয়েছে? তিনি (সুজয়কৃষ্ণ ভদ্র) ২০১৬ সালে চাকরি ছেড়েছেন। আর ১ নম্বরে যাঁর নাম রয়েছে, তিনি এখনও পদে আছেন। আপনার মনে হয়নি, তাঁর সম্পর্কে আগে তথ্য যাচাই করা প্রয়োজন? চার নম্বরে যাঁর নাম রয়েছে, তাঁর সম্পর্কে কি খোঁজখবর নিয়েছেন? কেন নেননি? আপনাদের কি মনে করছেন না, বিভিন্ন নথির মাধ্যমে যেভাবে তথ্য দিয়েছেন, তাতে সত্যটা চাপা পড়ে যাচ্ছে, আর আসল সত্যটা সামনে আসছে না?  প্রেস বিবৃতিতে বললেন, সংস্থা থেকে সন্দেহজনক লেনদেন হয়েছে। কিন্তু, ডিরেক্টরদের নিয়ে তদন্ত করলেন না?' 

এই প্রেক্ষাপটে এবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মা ও বাবাকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ইতিমধ্য়ে সোশাল মিডিয়ায় দাবি করেছেন, তিনি মঙ্গলবার ইডি-র দফতরে যাবেন না। তাঁর মা-বাবা কী করবেন? সেদিকেই নজর রাজনৈতিক মহলের।   

আরও পড়ুন : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে