West Bengal News Update : নিয়োগ দুর্নীতিতে ইডি-র পাশে দাঁড়ালেন শুভেন্দু

Bengal News Live : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 30 Sep 2023 11:08 PM
Suvendu Adhikari: নিয়োগ দুর্নীতিতে ইডি-র পাশে দাঁড়ালেন শুভেন্দু

নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টের অসন্তোষ বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ইডি-কে। এই অবস্থায় ইডির রিপোর্টকে স্যাটিসফেক্টরি না বললেও, কেন্দ্রীয় সংস্থার পাশেই দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। 
পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অন্যদিকে, বামেরা তৃণমূল-বিজেপির সেটিংয়ের তত্ত্বে অনড় রয়েছে!

TMC Delhi Chalo: বিশেষ ট্রেনের পর এবার বিমানের টিকিট বাতিলের অভিযোগ

বিশেষ ট্রেনের পর এবার বিমানের টিকিট বাতিলের অভিযোগ। রবিবার সন্ধের বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল বিমানে চেপে। আচমকা সেই বিমান বাতিলের অভিযোগ তৃণমূলের। দিল্লিতে ধর্না-আন্দোলন আটকাতে বিজেপির ষড়যন্ত্র, আক্রমণে তৃণমূল। 

Jalpaiguri News: পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ জলপাইগুড়িতে

রাজ্য় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে জলপাইগুড়ি জেলা পুলিশের এক হোমগার্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হল। শনিবার কোতোয়ালি থানার পুলিশ অভিযোগকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। পলাতক অভিযুক্ত হোমগার্ড।

Kolkata Fire: এলিয়ট রোডে পারফিউমের গোডাউনে বিধ্বংসী আগুন

ফের শহরে বিধ্বংসী আগুন। এলিয়ট রোডে পারফিউমের গোডাউনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। রাত ৮টা নাগাদ গোডাউনে আগুন। 

Kolkata News: ২ অক্টোবর তৃণমূলের দিল্লি অভিযানের দিনই কলকাতায় বিক্ষোভের ডাক বিজেপি-র

২ অক্টোবর তৃণমূলের দিল্লি অভিযানের দিনই কলকাতায় বিক্ষোভের ডাক বিজেপি-র। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পথে নামছে তারা। চাকরি বিক্রি থেকে নারী নির্যাতনের অভিযোগে পথে নামথে বিজেপি-র মহিলা মোর্চা।


 

TMC Agitation: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের 'দিল্লি চলো', বাসে চেপেই রওনা কর্মীরা

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের 'দিল্লি চলো'। ট্রেন না মেলায়, বাসে চেপেই দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল কর্মীরা। দিল্লিতে অন্তত ৩-৪ হাজার মানুষের জমায়েতই লক্ষ্য।  কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচি। 

Abhishek Banerjee: দিল্লির সরকার অধিকার ছিনিয়ে নিতে চাইছে, অভিষেক

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তৃণমূলের। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সর্বত্র আমাদের অনুমতি দিতে অস্বীকার করেছে। দিল্লির সরকার অধিকার ছিনিয়ে নিতে চাইছে। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।

Bankura News: বাঁকুড়ার বিষ্ণুপুরে দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যুতে রাজনৈতিক চাপানউতোর

বাঁকুড়ার বিষ্ণুপুরে দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু। দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানউতোর। আবাস-তালিকায় নাম থাকলেও টাকা না পাওয়ায় বাড়ি তৈরি করা যায়নি, দাবি পরিবারের। আবাস যোজনার টাকা চুরি করেছে রাজ্য সরকার, অভিযোগ সৌমিত্র খাঁর। 

Birbhum News: আগ্নেয়াস্ত্র নিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকে পড়ল যুবক

আগ্নেয়াস্ত্র নিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকে যুবক। চিকিৎসক ও নার্সদের হুমকি দেওয়ার অভিযোগ। বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাঞ্চল্য। আতঙ্কিত হাসপাতালের সিসিইউ  ইউনিটের চিকিৎসক ও নার্সরা। যুবকের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের । 
অভিযোগের ভিত্তিতে ওই যুবক গ্রেফতার । 

CV Ananda Bose: রাজভবনের বাইরে ভায়োলেন্স, ভিতরে by lens, মন্তব্য রাজ্যপালের

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য সিভি আনন্দ বোসের। রাজভবনের বাইরে ভায়োলেন্স, ভিতরে by lens, মন্তব্য রাজ্যপালের।
রাজভবনের ভিতরে নজরদারির অভিযোগের প্রসঙ্গ ঘুরপথে তুললেন রাজ্যপাল। 'রাজভবনের ভিতরে যা চলছে তা by lens', মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।

Mamata Banerjee: ডেঙ্গি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে ফোনে বার্তা মুখ্যমন্ত্রীর

ডেঙ্গি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে ফোনে বার্তা মুখ্যমন্ত্রীর। ডেঙ্গিতে যাতে প্রাণহানি না হয় সেদিকে কড়া নজর দিতে নির্দেশ। 'ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে। হটস্পটগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সেক্ষেত্রে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ।'
ডেঙ্গি নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে শুরু হয় বৈঠক। বৈঠকে উপস্থিত স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারাী। ভার্চুয়ালি উপস্থিত সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও। সেই বৈঠকেই ফোনে মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে নবান্ন সূত্রে খবর। 

Suvendu Adhikari: শুভেন্দুর মুখে ফের লোকসভা ভোটের ডেডলাইন

শুভেন্দুর মুখে ফের লোকসভা ভোটের ডেডলাইন। ফেব্রুয়ারির শেষে লোকসভা ভোট হয়ে যাবে, আগেভাগেই ঘোষণা বিরোধী দলনেতার। 'আপার প্রাইমারিতে পরীক্ষা ফি বাবদ ২৭ কোটি টাকা তুলছে রাজ্য সরকার। এর মধ্যে ২ কোটি টাকা পরীক্ষা খাতে খরচ করবে রাজ্য। ২৫ কোটি টাকা ভুয়ো শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে খরচ হবে', অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Dhupguri News: রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী

রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী। তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথগ্রহণের পর একে অপরকে উত্তরীয় পরালেন রাজ্যপাল ও ধূপগুড়ির তৃণমূল বিধায়ক। উপস্থিত রয়েছেন বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায়।

TMC News: c

দিল্লিতে ধর্নার আগে অভিষেকের রণকৌশল-বৈঠক। কাল দিল্লিতে তৃণমূল সাংসদ, মন্ত্রী এবং শীর্ষ নেতাদের সঙঅগে বৈঠক করবেন। তৃণমূলের সব সাংসদকে কাল বিকেলের মধ্যে দিল্লি পৌঁছনোর নির্দেশ। ২-৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না। আজই দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা।


 

West Bengal News : ২ অক্টোবর তৃণমূলের দিল্লি অভিযানের দিনেই কলকাতায় বিক্ষোভের ডাক বিজেপির

২ অক্টোবর তৃণমূলের দিল্লি অভিযানের দিনেই কলকাতায় বিক্ষোভের ডাক বিজেপির । নারী নির্যাতন, চাকরি বিক্রি এবং তৃণমূলের সার্বিক দুর্নীতির অভিযোগে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচিতে শুভেন্দু এবং সুকান্তকে সামিল হতে আহ্বান।

West Bengal News Update : দত্তপুকুরে তৃণমূলের প্রাক্তন প্রধানের মাকে খুনের কিনারা, গ্রেফতার এলাকারই বাসিন্দা

দত্তপুকুরে তৃণমূলের প্রাক্তন প্রধানের মাকে খুনের কিনারা। গ্রেফতার এলাকারই বাসিন্দা এক ইলেকট্রিশিয়ান, ধৃতের নাম অনুপ দাস। চুরিতে বাধা দেওয়ায় খুন, ধৃতকে জেরা করে দাবি পুলিশের। 'প্রৌঢ়াকে খুনের পর তাঁর মোবাইল ফোন হাতিয়ে নিয়ে অনুপ'। 'ওই ফোন থেকেই দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূল সদস্যকে মেসেজ করে লক্ষাধিক টাকা দাবি করে'। ইলেকট্রিকের কাজ করতে কোনও বাড়িতে গেলে চুরির জন্য রেকি করত অনুপ, দাবি পুলিশের। ২৩ সেপ্টেম্বর, মেয়ের শ্বশুরবাড়িতে খুন হন ৫৫ বছরের বেবিরানি সর্দার।


 

West Bengal News : উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, পথে নামলেন মেয়র

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, পথে নামলেন মেয়র। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা প্রচারে ফিরহাদ হাকিম। গাঙ্গুলি বাগানে ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা প্রচার।

West Bengal News Update : 'ইডি কেন ডেকেছে সবাই জানে, আইন সবার জন্য সমান', অভিষেক প্রসঙ্গে শুভেন্দু

মঙ্গলবার ইডি তলবের দিন দিল্লিতে ধর্নায় অভিষেক। ইডি কেন ডেকেছে সবাই জানে, আইন সবার জন্য সমান, মন্তব্য শুভেন্দুর। 'আদালতের নজরদারিতে তদন্ত চলছে'। 'যাকে ডেকেছে তিনি যাবেন কি না সেটা তাঁর বিষয়'। 'না গেলে কী করা উচিত সেটা এজেন্সির বিষয়'। 'এজেন্সি সদর্থক ভূমিকা গ্রহণ না করলে কোর্ট কী করবে ভবিষ্যৎ বলবে'। 'মিথিলেশ মিশ্রকে সামনে রেখে ইডির গরিমাকে ক্ষুণ্ণ করা যাবে না'। 'ইডির কাজের পদ্ধতি সুপ্রিম কোর্টে স্বীকৃতি পেয়েছে'।

West Bengal News : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের 'দিল্লি চলো', ট্রেন না মেলার প্রতিবাদে চুঁচুড়া স্টেশনে বিক্ষোভ

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের 'দিল্লি চলো'। ট্রেন না মেলার প্রতিবাদে চুঁচুড়া স্টেশনে বিক্ষোভ তৃণমূলের। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ শাসক দলের কর্মী-সমর্থকদের।

Kolkata Dengue Update : ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করতে ঢাকিদের নিয়ে পথে নামলেন মেয়র ফিরহাদ হাকিম

পুজোর আগে ঘুম কাড়ছে ডেঙ্গি। তাই মানুষকে সচেতন করতে ঢাকিদের নিয়ে পথে নামলেন মেয়র ফিরহাদ হাকিম। গাঙ্গুলিবাগান এলাকায় ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদারকে নিয়ে শুরু করেন পদযাত্রা। মেয়র জানিয়েছেন, কলকাতা পুরসভার তরফে ডেঙ্গি চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। খিদিরপুরে আলাদা করে ডেঙ্গি রোগীদের ভর্তির পরিকাঠামোও প্রস্তুত। 

West Bengal News : কোদালিয়ায় হঠাৎ ঝড়, ভেঙে পড়ল পাঁচিল, উড়ে গেল ঘরের চাল

ঝড়ে লন্ডভন্ড,ভেঙে পড়ল পাঁচিল,উড়ে গেল ঘরের চাল,ক্ষতি চাষে। কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনাভারুই গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কারণে বেশ কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়ার বিধায় অসিত মজুমদার।ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দেন।

WB News Live : স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী, রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার বেহালায়

রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার বেহালায়। স্বামীর মৃতদেহ আগলে বসেছিলেন স্ত্রী। স্থানীয় কাউন্সিলর খবর দেন বেহালা থানায়। আজ সকালে দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম শঙ্কর চক্রবর্তী। স্ত্রীর দাবি, আশি ঊর্ধ্ব স্বামী মানসিক রোগে ভুগছিলেন। সঙ্গে ছিল বার্ধক্যজনিত অসুস্থতা। গতকাল সন্ধে ৭টা নাগাদ ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে স্ত্রীর দাবি। প্রতিবেশীরা স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানালে তিনি বেহালা থানায় খবর দেন। 

West Bengal News : খড়গপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, iগ্রেফতার ১

পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের নাকের ডগায় খড়গপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা। বাধা দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ব্যবসায়ীর ভাইকে কোপ। এই ঘটনায় আড সকালে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বেলিয়াবেড়া থেকে আরও এক ডাকাতকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলার পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। 

WB News Live : আজ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো অভিযান নিয়ে আজ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, আড়াই মাস আগে ঘোষিত কর্মসূচির জন্য আবেদন জানিয়েও দিল্লি যাওয়ার জন্য ট্রেন মেলেনি। তাই বাসেই রওনা দিচ্ছেন কর্মীরা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লি-যাত্রা উপলক্ষ্যে এদিন বিভিন্ন জায়গায় প্রায় ৫০টি সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের ব্লক ও জেলা স্তরের নেতারা। 

WB Rain news : দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি

আজ ও কাল, এই দু’দিন দক্ষিণ ২৪ পরগনা জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। এর মধ্যেই কটাল ও নিম্নচাপের জোড়া ফলায় সুন্দরবনের বেহাল বাঁধ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে সাগর, নামখানা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ব্লকে।

WB News Live : এবার ওয়েব সিরিজে অভিনেতা হিসেবে নতুন ইনিংস অর্জুন সিংহের ?

রাজ চক্রবর্তীর সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এবার সেই রাজই গেলেন সিপিএমের একসময়ের দাপুটে সাংসদ তড়িৎ তোপদারের বাড়িতে। শোনা যাচ্ছে, ব্যারাকপুর নিয়ে একটি ছবি করতে পারেন রাজ। পাশাপাশি আবার জল্পনা ভাসছে, যে এবার ওয়েব সিরিজে অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু করতে পারেন, ওই ব্যারাকপুরেরই সাংসদ, অর্জুন সিং।

WB News Live : কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে CID র জিজ্ঞাসাবাদ

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে, ভবানীভবনে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল CID. এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে তলব করেছিল রাজ্যের তদন্তকারী সংস্থা। কল্যাণী এইমসে পুত্রবধূর নিয়োগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। 

WB News Live : মা উড়ালপুলে গতির বলি সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র

রাতের শহরে ফের গাড়ি দুর্ঘটনা। মা উড়ালপুলে এবার গতির বলি সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র। গুরুতর জখম দুই তরুণী-সহ আরও ৪ জন। আহতরা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সওয়ারি এবং প্রত্যেকেই কলেজ পড়ুয়া। প্রথমে এসএসকেএম ও পরে তাঁদের CMRI হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সোয়া ১২টা নাগাদ সায়েন্স সিটির সামনে মা উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ও ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মারে সেক্টর ফাইভের দিকে যাওয়া গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের আসনে থাকা কলেজ পড়ুয়ার।

WB News Live : তদন্ত যাতে ব্যাহত না হয়, তা দেখবেন ইডি অধিকর্তা, নির্দেশ বিচারপতির

তদন্ত যাতে ব্যাহত না হয়, তা দেখবেন ইডি অধিকর্তা, নির্দেশ বিচারপতির। ৩ অক্টোবরের অনুসন্ধান-তদন্ত যাতে ব্যাহত না হয়, তা দেখতে ইডি অধিকর্তাকে নির্দেশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় ৩ অক্টোবরই অভিষেককে হাজিরার নির্দেশ দেয় ইডি। 

WB News Live : সুন্দরবন এলাকায় শুরু দুর্যোগ

নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকেই সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। বইছে দমকা ঝোড়ো হাওয়া। আজ ও কাল, এই দু’দিন দক্ষিণ ২৪ পরগনা জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। নীচু এলাকাগুলি জলমগ্ন। 

TMC Delhi Chalo : বাসেই 'দিল্লি চলো', সুরক্ষার জন্য রাজ্যের এলাকায় থাকবে পাইলট কার

শেষমুহূর্তে মিলল না ট্রেন, বাসেই দিল্লি যাওয়ার প্রস্তুতি তৃণমূলের। সুরক্ষার জন্য রাজ্যের এলাকায় থাকবে পাইলট কার।

WB News Live : মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা প্রাণ কাড়ল একজনের

রাতের শহরে ফের দুর্ঘটনা, মৃত্যু।  মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা প্রাণ কাড়ল একজনের। গুরুতর জখম দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িতে থাকা দুই মহিলা সহ ৪। এসএসকেএমে চিকিৎসাধীন আহতরা।  

WB News Update : দিল্লি যেতে সকাল সকাল প্রস্তুত কর্মীরা, সারা রাত ধরে রান্না-বান্না

১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে তৃণমূলের দিল্লি চলো অভিযান। ট্রেন না পাওয়ায় বাসেই যাচ্ছেন শাসকদলের কর্মীরা। যে কোন সময় আসতে পারে বাস। তাই সকাল সকাল প্রস্তুত হচ্ছেন কর্মীরা। সারা রাত ধরে রান্না হয়েছে নেতাজি ইন্ডোরে। মেনুতে রয়েছে, ভাত-ডাল-তরকারি, ডিম

WB NEWS LIVE : ইডির ভূমিকায় সন্দেহ প্রকাশের পরে এবার আইওকেই সরাল হাইকোর্ট

ইডির ভূমিকায় সন্দেহ প্রকাশের পরে এবার আইওকেই সরাল হাইকোর্ট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকই অপসারণ। ইডির আইও মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে তদন্ত থেকে সরানোর নির্দেশ। বাংলায় কোনও তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার।

WB TMC News Update : ট্রেন না পাওয়ায়, বাসেই দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা

১০০ দিনের কাজের টাকা আদায়ে ট্রেন না পাওয়ায়, বাসেই দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল সূত্রে খবর, দিল্লি-যাত্রার জন্য প্রায় ১০০টি বাস নেওয়া হচ্ছে। নেতাজি ইন্ডোরে সকাল ৮টা নাগাদ প্রস্তুত থাকতে বলা হয়েছে কর্মীদের। 

প্রেক্ষাপট


  • ED-র তলবে তেসরা অক্টোবর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । ওইদিন যোগ দেবেন দিল্লিতে দলীয় কর্মসূচিতে। X-হ্য়ান্ডলে ঘোষণা করলেন তৃণমূলের ( TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হুঁশিয়ারির সুরে তিনি লিখেছেন, আমি দিল্লির কর্মসূচিতে যোগ দেব, পারলে আটকে দেখাও।  অভিষেকের চ্য়ালেঞ্জের পর এবার কী করবে ED? প্রশ্ন উঠছে নানা মহলে। 

  •  ইডির ভূমিকায় সন্দেহ প্রকাশের পরে এবার আইওকেই সরাল হাইকোর্ট ( Calcutta High Court ) । প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকই অপসারণ। ইডির আইও মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে তদন্ত থেকে সরানোর নির্দেশ। বাংলায় কোনও তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। 

  • তদন্ত যাতে ব্যাহত না হয়, তা দেখবেন ইডি অধিকর্তা, নির্দেশ বিচারপতির। ৩ অক্টোবরের অনুসন্ধান-তদন্ত যাতে ব্যাহত না হয়, তা দেখতে ইডি অধিকর্তাকে নির্দেশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় ৩ অক্টোবরই অভিষেককে হাজিরার নির্দেশ দেয় ইডি। 

  • কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ( Delhi ) ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এই কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় প্রকল্পের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরাও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত হয়েছে তাঁদের। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্য়বস্থা করা হয়েছে। 

  • কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো। মিলছে না বিশেষ ট্রেন। অগ্রিম নিয়েও ভয় পেয়ে আমাদের আটকানোর চেষ্টা, আক্রমণে অভিষেক। পূর্ব রেলকে নয়, আবেদন করা হয় আইআরসিটিসি-কে, দাবি রেলের। 

  • শেষমুহূর্তে মিলল না ট্রেন, বাসেই দিল্লি যাওয়ার প্রস্তুতি তৃণমূলের। সুরক্ষার জন্য রাজ্যের এলাকায় থাকবে পাইলট কার। 

  • আগে চুরি বন্ধ করুন। একটা ফোন করলেই রাজ্যের প্রাপ্য টাকা চলে আসবে, তৃণমূলের দিল্লি অভিযান নিয়ে কটাক্ষ সুকান্তর। প্রমাণিত কারা রাজ্যের টাকা আটকে রাখে, পাল্টা তৃণমূল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.