ঝিলম করঞ্জাই, সমীরণ পাল ও শিবাশিস মৌলিক, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে একুশে জুলাইয়ের (21 July) মঞ্চে থেকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee)। তিনি বলেন, ''একুশে নতুন করে শপথ নিতে হবে, মানুষের জন্য কাজ করা। নিজের করে খাওয়ার জায়গা নয়। এটা অন্য তৃণমূল।'' এদিন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে শুদ্ধকরণের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পথেই হেঁটে এবার অভিষেক বন্দ্যােপাধ্যায়ও দলের কর্মীদের কড়া বার্তা দিলেন। বৃষ্টিভেজা একুশে জুলাইয়ের দুপুর। আর বৃষ্টি মাথায় নিয়েই ধর্মতলার সমাবেশে দাঁড়িয়ে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 


আর কী বললেন অভিষেক?


এদিন বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "একুশে নতুন করে শপথ নিতে হবে, মানুষের জন্য কাজ করা। নিজের করে খাওয়ার জায়গা নয়। তৃণমূল করতে গেলে দলীয় অনুশাসন মমতার চিন্তাধারা নেতৃত্বের আন্দোলন সংগ্রামকে মনে রেখে কাজ করতে হবে। হয় ঠিকাদারি করবেন না হলে তৃণমূল করবেন।'' পাশাপাশি দলীয় কর্মীর উদ্দেশে তাঁর বার্তা, "নিঃস্বার্থভাবে করতে হবে। নির্লোভে করতে হবে। আজকের তৃণমূল অন্য তৃণমূল। মিরজাফররা, গদ্দার, বেইমানরা নেই। এই তৃণমূল বিশুদ্ধ তৃণমূল। যারা ভেবেছিল চার আনার নকুলদানা নিয়ে গিয়ে তৃণমূলকে শেষ করবে, দলভাঙানির খেলা করেও, ভাঙা পায়ে লড়াই করে ২১৪ আসনে জিতেছে মমতা। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছে।''


অভিষেক আরও বলেন, ''যোগ্য প্রার্থীকে যোগ্য সুযোগ দিয়ে তৃণমূল পথে নামবে। যদি কেউ ভাবে মুখ দেখিয়ে আসব পাব, দাদার জলের বোতল বয়ে আসন পাব, মানুষের সার্টিফিকেট পেলে আসন পাবেন, নাহলে যতবড় নেতার ছত্রছায়ায় থাকুন, দল আসন দেবে না। আবার বলছি, হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন। নির্লোভে দল করতে হবে, যাতে মানুষ পরিষেবা পায়। এই তৃণমূলে গদ্দাররা নেই, ধান্দাবাজরা নেই, দু’নম্বরিরা নেই। এই তৃণমূল বিশুদ্ধ লোহার মতো। যত পোড়াবে, তত শক্তিশালী হবে।''



 


২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বার্তা দিল। তা কতটা কার্যকরী হবে, বোঝা যাবে পঞ্চায়েত ভোটে।


একুশে শুদ্ধকরণ-বার্তা