কলকাতা: "চব্বিশে বিজেপির (BJP) কারাগার ভাঙো। মানুষের সরকার আনো।''একুশের (21 July) সভা মঞ্চ থেকে আহ্বান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর কথায়, "চব্বিশ ইলেকশনের ভোট নয় রিজেকশনের ভোট। প্রত্যেকটা সিট জিততে হবে। ত্রিপুরায় জিততে হবে, মেঘালয়ে জিততে হবে, গোয়ায় জিততে হবে, উত্তরপ্রদেশে জিততে হবে। আমরা বন্ধুদের সমর্থন করব, আমরাও লড়ব।'' 


মানুষের সরকার আনার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের: ধর্মতলার সভায় দাঁড়িয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক। একুশ লড়ে, একুশ গড়ে, একুশ জেতে, একুশ পথ দেখায়। আমাদের গরিবের প্রধানমন্ত্রী চাই, বড়লোকের প্রধানমন্ত্রী চাই না। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না। চ্যালেঞ্জ করছি। বিজেপিকে হারাবেন? জীবন দিয়ে লড়াই করবেন? আবার এলাকায় লোক পাঠাতে শুরু করেছে। ভুঁইফোড় নেতা পাঠাচ্ছে। কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, কী দিচ্ছে, লক্ষ্য রাখবেন।''  


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ওদের লড়ার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা। ওদের ব্যাঁকা। ওদের মেরুদণ্ড একদিকে ইডি, একদিকে সিবিআই। একদিকে আইটি, অন্যদিকে জিএসটি। আমরা মাথা উঁচু করে চলি। আমরা বিশ্বকবির দেশের লোক। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’’ “বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে। এটাই ওদের কাজ। বাংলায় অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল, পারেনি।’’ তোপ মমতার।


একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার ইস্যুতেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বাংলার মানুষ মাথা নিচু করতে জানে না। বাংলায় টাকা দিচ্ছে না। সাতমাস ধরে টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা বন্ধ করেছে। রাজনীতিতে কেউ হারে, কেউ জেতে। হেরেছো বলে টাকা দেবে না? সবাই বিজেপিকে ভয় পায়, আমরা ভয় পাই না। দিল্লি গিয়ে অবরোধ করব। একশো দিনের টাকা দাও। এটা আমাদের অধিকার।''


আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: ভাগ মোদি, ভাগ বিজেপি, ভাগ শুভেন্দু : ফিরহাদ হাকিম