গুয়াহাটি: ত্রিপুরার পর এবার তৃণমূলের লক্ষ্য অসম (Assam)। বুধবার গুয়াহাটি পৌঁছেই প্রতিটি কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বুঝিয়ে দিলেন বাংলার পর ঘাসফুল শিবিরের লক্ষ্য অসম। বুধবার কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন। তারপর অসমে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। এরপর কর্মিসভায় ভাষণ দিতে গিয়ে অভিষেকের গলায় চরম আত্মবিশ্বাসী সুর। জোরের সঙ্গেই বলেন, ‘উন্নয়নের নিরিখে অসমের বিজেপি সরকারকে ১০ গোল দেব’ । 
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘আগামী লোকসভা ভোটে অসমে ১৪টি আসনে ১০ আসনে জিততে হবে’। তিনি বলেন, দল কাজ শুরু করে দিয়েছে।  সতীপীঠ কামাক্ষ্যায় অসমের সামগ্রিক উন্নয়নের জন্য প্রার্থনা করেছেন বলে দাবি করেন তিনি।


কিছুদিন আগেই অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন মন্ত্রী রিপুন বোরা তৃণমূলে যোগ দিয়েছেন। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘রিপুন বোরার যোগদানের পরই অসমে তৃণমূল কাজ শুরু করে দিয়েছে। আগেও তৃণমূল অসমে ভোটে লড়াই করেছে। কিন্তু এবারের তৃণমূল আগের থেকে অনেক আলাদা’। সেই সঙ্গে তিনি  বিজেপিকে উপড়ে ফেলার ডাক দেন। বলেন, বিজেপির বিদায় না হওয়া অবধি না ফেলা পর্যন্ত অসমে তৃণমূল লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা সবাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। এখানে সবাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছে’ ।


আরও পড়ুন :


শক্তি খুইয়ে অভিমুখ বদল ঘূর্ণিঝড় ‘অশনির’, বাংলায় প্রভাব পড়বে কি?


তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কর্মিসভায় বলেন, ফেসবুক, ট্যুইটারে নয়, মাঠে নেমে লড়ে তৃণমূল। ‘গত ৮ বছর ধরে কংগ্রেস বিজেপির কাছে হেরেছে। আর গত ৮ বছর ধরে বিজেপি তৃণমূলের কাছে হেরে চলেছে। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, 'ত্রিপুরায় আমার উপর হামলা হয়েছে, সুস্মিতা দেবের গাড়ি ভাঙা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস ময়দান ছেড়ে পালিয়ে আসেনি’। 


অভিষেকের দাবি, ‘তৃণমূল কংগ্রেস মন্দির ছাড়া কোথাও মাথানত করে না’। ‘আগামী একবছরে ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন। দুই রাজ্যেই তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে’। তিনি বলেন,   ‘বিজেপিকে হারানোর জন্য যা করা প্রয়োজন তৃণমূল করবে। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল লড়াই করবে’। তিনি আরও বলেন, 



  • ‘তৃণমূল কংগ্রেসকে সিবিআই, ইডি-র ভয় দেখিয়ে লাভ নেই’

  • ‘কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের মতো তৃণমূল কংগ্রেস ভয় পায় না’

  • ‘আমাকে সিবিআই, ইডি ১০ বার করে তলব করেছে’

  • ‘আমি সিবিআই, ইডি-কে ভয় পাই না’

  • ‘অসমে ৬ বছর ধরে বিজেপির সরকার’

  • ‘বাংলায় ১০ বছর ধরে তৃণমূল সরকার’ উন্নয়নের নিরিখে রিপোর্ট কার্ড নিয়ে সরাসরি আলোচনার চ্যালেঞ্জ অভিষেকের।