অসম: ত্রিপুরার পর এবার তৃণমূলের (TMC) লক্ষ্য অসম (Assam)। আজ গুয়াহাটি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে পৌঁছে যাবেন কামাখ্যায় । মন্দিরে পুজো দিয়ে ফিরে তৃণমূল কর্মীদের সঙ্গে মিলিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অসমে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন। কিছুদিন আগেই অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন মন্ত্রী রিপুন বোরা তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে উত্তর-পূর্বের এই রাজ্যে দলীয় সংগঠনের ভিত তৈরিই আপাতত তৃণমূলের লক্ষ্য। এদিন গুয়াহাটিতে মোদি-অমিত শা-র পাশাপাশি রাস্তায় তৃণমূলের পতাকা ও মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গিয়েছে।


অসম থেকে বাংলাকে নিশানা শাহের: উল্লেখ্য, অনুপ্রবেশ রুখতে বাংলার তৃণমূল (TMC) সরকার কোনও সহযোগিতা করছে না। মঙ্গলবার অসমের বিজেপি সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠানে এই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অন্যদিকে, অনুপ্রবেশ (Infiltration) রুখতে অসমের (Assam)বিজেপি সরকারের প্রশংসা করেন তিনি। এর পাশাপাশি, অনুপ্রবেশ রুখতে বাংলায় কোনও সমর্থন পাওয়া যায় না বলেও দাবি করেন তিনি।


অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ: সম্প্রতি বাংলায় দু'দিনের সফরে এসেও অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলতে দেখা যায় শাহকে। রাজ্যে বিজেপি নেতাদের মুখে যখন কথা কথায়৩৫৫ কিংবা ৩৫৬ ধারা জারির কথা শোনা যাচ্ছে, সেই সময় হিঙ্গলগঞ্জে বিএসএফ-এর অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শাহ। বলেন, "অনুপ্রবেশ এবং চোরাচালান স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া রোখা মুশকিল। সেই সাহায্যও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এমন রাজনৈতিক পরিস্থিতি দ্রুত এখানে তৈরি হবে। জনতার এমন চাপ তৈরি হবে যে, সাহায্য করতেই হবে।"


এর পাল্টা শাহকে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অমিত শাহ আগুন নিয়ে খেলবেন না। বিএসএফকে রাজ্যের এক্তিয়ারের মধ্যে অনুপ্রবেশ করতে বলবেন না। প্ররোচনা দেওয়া বন্ধ করুন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাজ গরু পাচার, কয়লা পাচার বন্ধ করা। ইডি, সিবিআই, আইটিকে বাড়িতে বসে কাজে লাগানোর বাইরেও কোনও কাজ করুন।"