বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: বিচারপতি অমৃতা সিন্হার (Justice Amrita Sinha) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। আবেদনে বলা হয়েছে, অভিষেককে রোজই সমন পাঠানো হচ্ছে। শনিবার তিনি ৯ ঘণ্টা কাটিয়েছেন। অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার আবেদন জানানো হয়। অভিষেকের তরফে আবেদনে বলা হয়, এর আগে দার্জিলিঙে থাকাকালীনও তিনি সমন পেয়েছেন। শুক্রবার অভিষেকের মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। 


প্রেক্ষাপট...
কুন্তল ঘোষের চিঠি-মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার সিবিআই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আবেদন করা হয়েছে  তৃণমূল সাংসদের তরফে। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। প্রসঙ্গত, গত ১৮ মে, বিচারপতি অমৃতা সিন্হা অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সিবিআই-কে লেখা চিঠিতে অভিষেক জানান, তিনি বিচারপতি সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেছেন। সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে সিবিআই নোটিসের জবাবে তৃণমূল সাংসদ চিঠিতে লেখেন, '২০ তারিখ সকাল ১১টায় হাজিরা দিতে বলে ১৯ তারিখ দুপুরে চিঠি পাঠানো হয়েছে। একদিনও সময় দেওয়া হয়নি। আপনারা আগেই জানতেন, আমি রাজ্যজুড়ে ২ মাসের জনসংযোগ যাত্রায় বেরিয়েছি। এই নোটিস পেয়ে আমি স্তম্ভিত। তবু তদন্তে সহযোগিতার স্বার্থে আমি হাজিরা দেব।' এর পর, গত শনিবার, হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের মুখোমুখি হন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় অভিষেককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ( CBI )। বাড়ি থেকে বেরিয়ে সকাল ১১টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক।  সূত্রের খবর, তাপস মণ্ডল -কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে সিবিআইয়ের 'দুয়ারে' ছিলেন তিনি। 'কুন্তলের চিঠির বিষয়ে কিছু জানি না বলে দাবি করেন অভিষেক, খবর এমনই। ৫ পাতার প্রশ্ন নিয়ে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বয়ানের রেকর্ড নিয়ে সিবিআই অফিসারদের মধ্য়ে আলোচনা, বলছে সূত্র। সকাল ১০.৫৯ নাগাদ নিজাম প্যালেসে ঢুকেছিলেন তিনি।বেরোন রাত ৮.৩৮-এ।


আরও পড়ুন:প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা