আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, কলকাতা : গ্রেফতারির  পর প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee )  নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । কার্যত প্রাক্তন মহাসচিবের পাশে দাঁড়িয়ে বার্তা  লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ( Abhishek Banerjee ) । তারপর মঙ্গলবার ফের তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে । শুক্রবার কলকাতার ইডি (ED )  অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। 


 পার্থ চট্টোপাধ্যায়ের নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তার ৩৬ দিন পর, এই প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার কার্যত প্রাক্তন মহাসচিবের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' অভিষেক বলছিল ২১ জুলাই সভা হল, ২২ তারিখ পার্থদার বাড়িতে গ্রেফতার। ... পার্থর দোষ হলে মমতাকে টেনে আনবে, ববির ব্যাপার হলে মমতাকে টেনে আনবে। আকাশে মেঘ নেই কেন, মমতাকে টেনে আনবে। কী ভাবো, মমতা মাথা নত করে রাজনীতি করতে এসেছে। মমতা সমাজসেবার দর্শন নিয়ে এসেছে। '


 পার্থ  প্রসঙ্গে অভিষেক
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন, ' ২১ জুলাই সমাবেশ হল, ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের  বাড়িতে যায় ইডি। ২৩,২৪ জুলাই নয় কেন ?'  এই বক্তব্যে কার্যত পার্থর পাশেই আছেন মমতা-অভিষেক, এমনটাই ইঙ্গিত রয়েছে, মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের পরদিন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি অফিসাররা।  সেদিন রাতেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকার পাহাড়।


 পরদিন ইডি’র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়।  ED’র অ্যারেস্ট মেমোতে দাবি করা হয়েছে, গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়েরের কাছে জানতে চাওয়া হয়, তিনি কার সঙ্গে কথা বলতে চান? উত্তরে তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন। ED’র অ্যারেস্ট মেমোতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতারির পর মোট ৪ বার মমতার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন পার্থ। 


তারপরও পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে, একাধিকবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৫ জুলাই তিনি বলেন, 'যদি কেউ অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমি বিচার ব্যবস্থাকে ভরসা করি।' এমনকী, পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের কর্মসূচিতে, অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেও, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করেননি তৃণমূলনেত্রী। যদিও, পার্থ চট্টোপাধ্যায় আগাগোড়া দল এবং নেত্রীর ওপর আস্থা রেখেছেন। মমতা যখন বলেছেন, দোষ প্রমাণ হলে যাবজ্জীবন হোক, পার্থ  বলেছেন, ঠিক বলেছেন নেত্রী ! 


এই প্রেক্ষাপটে গ্রেফতারের একমাসেরও বেশি সময় পর, পার্থ চট্টোপাধ্যায়ের নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গলায় শোনা গেল কার্যত পাশে থাকার সুর।