Abhishek Banerjee On Eid : 'যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই করওয়াচৌথ হয়' রেড রোড থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

অভিষেক বললেন, 'এই সম্প্রীতির বাংলায় যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা দেবেন না'

Continues below advertisement

কলকাতা : প্রতিবছরের মতোই এবারও কলকাতাতেও পালিত হচ্ছে খুশির ইদ। রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডের মঞ্চ থেকে তাঁরা দিলেন সম্প্রীতির বার্তা। বিজেপিকে আক্রমণ করে বললেন, ওরা বিভাজন চায়, প্ররোচনায় পা দেবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কয়েক মিনিটের আবেগপূর্ণ ভাষণে  রাখলেন  বিবিধের মাঝে মিলনের বার্তা। বললেন, বাংলার মাটি যতটা হিন্দুদের, ততটা মুসলমানের, ততটাই অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের। মনে করালেন, এই বাংলা বৈচিত্রের মধ্যে ঐক্যযাপনের। 'বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। সর্বশক্তিমান আল্লাহ সবার রোজা কবুল করুন। সবার আগামী জীবন সুন্দর হোক। সমৃদ্ধশালী হয়ে উঠুক '। সেই সঙ্গে বললেন, 'এই সম্প্রীতির বাংলায় যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা দেবেন না'

Continues below advertisement

বিজেপিকে আক্রমণ করে বললেন, যে বাংলা থেকে তারা ১৮ টা সিট পেয়েছিল, তার মধ্যে ৬ টা সিটে বাংলার মানুষই তাদের হারিয়ে দিয়েছে। যদি বাংলার সবাই একজোট না হত, তাহলে গোটা দেশে ওদের একনায়কতন্ত্র চলতেই থাকত।  'যারা বাংলাকে ভাগ করতে চায়, বাটোয়ারা করতে চায়, তাদের মনে রাখা উচিত, যে চাঁদ দেখে খুশির ইদ পালন হয়, তেমন সেই চাঁদ দেখেই করওয়াচৌথে উপোসভঙ্গ করা হয়। চাঁদের কোনও ধর্ম হয় না। সূর্য সকলকে আলো দেয়। তার কোনও ধর্ম নেই। যে হাওয়ায় আমরা শ্বাস নিই, সেই হাওয়ার কোনও ধর্ম হয় না । ' রাহত ইন্দোরির লেখা উদ্ধৃত করে বললেন, 'সভি কা খুন হ্যায় শামিল ইঁহা মিট্টি মে, কিসী কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়'( सभी का खून है शामिल यहाँ की मिट्टी में,किसी के बाप का हिंदुस्तान थोड़ी है)। 

অভিষেকের কথায় কেউ বলছেন 'হিন্দুরা বিপদে আছে, কেউ বলছেন বিপদে আছেন মুসলমানরা। কিন্তু আমি বলব, বিজেপির বন্ধুরা ধর্মের চশমা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানই বিপদে '

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও বার্তা দেন, প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব'

এদিন রেড রোডের পাশাপাশি বেলগাছিয়ায় জাতীয় পতাকা নিয়ে ইদ পালন করা হল। চেতলায় নমাজ পাঠ করলেন ফিরহাদ হাকিম। 

Continues below advertisement
Sponsored Links by Taboola