কৃষ্ণেন্দু অধিকারী এবং আশাবুল হোসেন, কলকাতা: ২০১৮-র পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি নয়, পঞ্চায়েত ভোট করাতে হবে শান্তিতে। গা জোয়ারি নয়, বিরোধীরা অভিযোগ করলে, প্রয়োজনে নেতা পাঠিয়ে পদক্ষেপ করুন। পঞ্চায়েত ভোটের আগে জেলার নেতাদের বার্তা অভিষেকের। 


২০১৮-র পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি যেন তেইশে না হয়। সূত্রের দাবি, পঞ্চায়েত ভোটের আগে, দলের জেলা নেতৃত্ব, ব্লক সভাপতি, বিধায়ক এবং জেলার মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনটাই চান বলে বার্তা দিলেন অভিষেক। 


২০১৮-র পঞ্চায়েত ভোটে, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা লড়াইয়ে জয়ী হয় তৃণমূল। বেলাগাম সন্ত্রাস, ভোট লুঠ এমনকী মনোনয়ন জমায় বাধা দেওয়ার গুচ্ছ গুচ্ছ অভিযোগ তোলে বিরোধীরা। সূত্রের দাবি, এই প্রেক্ষাপটে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১৮-র পঞ্চায়েতের তিক্ত অভিজ্ঞতার জন্য ২০১৯-এর লোকসভায় তৃণমূল কম আসন পেয়েছিল।


পাশাপাশি, হিংসা নয়, শান্তিতে পঞ্চায়েত ভোট করার নির্দেশও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের দাবি ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিধায়ক, সাংসদরা যেভাবে অগ্নিপরীক্ষা দেন, পঞ্চায়েতেও সেভাবেই জিতে আসতে হবে। গা-জোয়ারি করে জিতব, তা এবার হবে না। যদি ভাবেন নিজের জায়গা ঠিক করতে দলের সর্বনাশ করবেন, তা মানা হবে না।


এর পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিরোধীরা যদি কেউ অভিযোগ করেন, তাঁরা মনোনয়ন জমা করতে পারছেন না। দরকার হলে সেক্ষেত্রে রাজ্য নেতৃত্বকে পাঠিয়ে তাঁদের মনোনয়ন জমার ব্যবস্থা করব। প্রয়োজনে হলে রাজ্য নেতৃত্ব দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন করাবে। ১০০ শতাংশ মনোনয়ন করতে হবে। অবাধ এবং গণতান্ত্রিক ভোট হবে। 


কাদের প্রার্থী করা হবে, তা নিয়েও এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, বুথের মানুষ যাকে চাইবেন, সাধারণ মানুষের কাছে যাঁদের পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে, দল তাঁদেরই টিকিট দেবে। এখানে আমার লোক, তোমার লোক বলে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী চূড়ান্ত করবেন। মানুষের কাজ করুন। 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি নিয়ে মানুষের কাছে যান। আর পঞ্চায়েত করে খাওয়ার জায়গা নয়। এটা মাথায় রাখবেন।


সূত্রের দাবি, এদিনই একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে, দিল্লি অভিযানের প্রস্তুতির রূপরেখাও বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একশো দিনের টাকা আদায়ে এক কোটি স্বাক্ষর-সহ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর পাশাপাশি দিল্লি স্তব্ধ করার হুঙ্কার দিয়েছেন অভিষেক।