মুম্বই: একসঙ্গে ত্বকের পরিচর্যা করছেন বলিউডের দুই তারকা শাহরুখ খান (Shah Rukh Khan) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আর দুই তারকার রূপচর্চার সেই ভিডিও নেট দুনিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি। 


দীপিকা পাড়ুকোনের সঙ্গে ত্বকের পরিচর্যা করছেন শাহরুখ খান-


কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'পাঠান'। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রসায়ন বড় পর্দায় ফের দেখছেন দর্শকেরা। এই জুটির জনপ্রিয়তা টের পাওয়া গিয়েছিল 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে। 'পাঠান' দিয়ে চতুর্থবারের জন্য জুটি বাঁধলেন তাঁরা। আর যা হওয়ার তাই হল। ইতিমধ্যেই ব্লকবাস্টার হিট হয়ে গিয়েছে এই ছবি। দর্শকেরা এখন বুঁদ হয়ে রয়েছেন শাহরুখ - দীপিকার নয়া রসায়নে। আর ফের একবার অন্যভাবে দেখা গেল দুই তারকার কেমিস্ট্রি। দীপিকা পাড়ুকোনের সদ্য লঞ্চ করা স্কিনকেয়ার ব্র্যান্ডের জন্য পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেল কিং খানকে ত্বকের পরিচর্যা করতে। 



নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভিডিওতে দেখা যাচ্ছে ধাপে ধাপে ত্বকের পরিচর্যা করছেন কিং খান। ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছেন দীপিকা, সেভাবেই ধাপে ধাপে ত্বকের পরিচর্যা করছেন সুপারস্টার। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'এখানে কোনও গোপনীয়তা নেই যে আমি আমার কেরিয়ার শুরু করেছি এই সুদর্শন ব্যক্তির সঙ্গে। আর দেখতে দেখতে আমরা একসঙ্গে চারটে ছবিতেও অভিনয় করে ফেললাম। আর এবার আমরা একসঙ্গে ত্বকের পরিচর্যা করলাম ধাপে ধাপে অত্যন্ত মজার সঙ্গে। দেখে নিন সকলে।'


আরও পড়ুন - Rakhi Sawant: 'আমার নগ্ন ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দিয়েছে আদিল'


প্রসঙ্গত, পর্দায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রসায়ন কতটা জমজমাট, তা আমরা টের পেয়েছি আগেই। পর্দার বাইরেও দুই তারকার মধ্যে সম্পর্ক কেমন, তাও অজানা নয় অনুরাগীদের। ফের একবার নিজেদের রসায়ন সামনে এনে তাঁরা দেখিয়ে দিলেন যে, দীর্ঘদিন পর পর্দায় একসঙ্গে ফিরলেও তাঁদের রসায়নে কোনও মরচে পড়েনি। আর তাই দীপিকা পড়ুকোনের পোস্ট করা ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি।