কোচবিহার : SIR-আবহে ভোট-মুখী পশ্চিমবঙ্গে (SIR in West Bengal) তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। ক্রমাগত মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। পাল্টা জবাব দিচ্ছেন বিজেপি নেতারা। এদিনও অভিষেকের নিশানায় এলেন মুখ্য নির্বাচন কমিশনার। কোচবিহারে 'রণ সংকল্প সভা' থেকে সুর চড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "জ্ঞানেশ কুমারকে আমি গিয়ে যে প্রশ্নগুলো করেছি, একটারও সদুত্তর দিতে পারেননি। আমাদের দিকে আঙুল উঁচু করে কথা বলছিলেন, আমি বললাম আঙুল নামিয়ে কথা বলুন। আপনি মনোনীত, আমি নির্বাচিত। বিজেপি নেতাদের দয়ায় আমরা এখানে আসিনি। মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছেন। আমরা মানুষের কাছে দায়বদ্ধ।"
গত বছরের শেষ দিন, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের ১০ সদস্য়র প্রতিনিধি দল। কিন্তু, আড়াই ঘণ্টার বৈঠক-শেষে বেরিয়ে, মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "ওঁদের মনে হচ্ছে গলা তুলে কথা বললেই, একটু জোরে বললেই সবাই দমে যাবে। আমরা যখন কথা বলা শুরু করি, প্রথমবার তো যখন কেউ বলতে যাচ্ছে, ওঁরা আটকানোর চেষ্টা করছেন। মেজাজ হারাতে শুরু করেন। আমার দিকে আঙুল ওঠান। আমরা যে ক'জন এখানে বসে আছি, মানুষের ভোটে জিতে এসেছি। আমরা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য়। আপনাকে আপনার প্রভুর কাছে জবাব দিতে হয়। আমাদেরকে রাজ্য়ের মানুষকে জবাব দিতে হবে। আপনি আঙুল নীচে করে কথা বলবেন। ওঁদের মনে হয়েছে, ওঁরা যা বলবেন, আমরা শুনে নেব।"
সেই থেকে সংঘাতের আবহ আরও বাড়তে থাকে। এদিনও SIR ইস্যুতে একাধিক অভিযোগ তোলেন অভিষেক। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এদিন কোচবিহারেও তাঁর মঞ্চে দেখা যায় ভূতেদের র্যাম্পওয়াক ! অভিষেক বলেন, "আমার সঙ্গে ১০ জন রয়েছেন। সবাই কোচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছেন, বড় হয়েছেন, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছেন। এই ১০ জনকে বিজেপির দালাল নির্বাচন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছেন। এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। বলেছে এদের কোনও অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছেন তাঁদের কি মৃত মনে হচ্ছে ? আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার, আর বিজেপির জল্লাদরা। তাই আগামীর লড়াই এদের উপড়ে ফেলার লড়াই।"