কলকাতা : চিকিৎসকদের আন্দোলনের আঁচে ফুটছিল রাজ্য। বিভিন্ন রাজনৈতিক নেতাদেরই এই সময় পক্ষে- বিপক্ষে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীরা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কটাক্ষ করেছেন। তবে সবকিছুর মধ্যেই নজরে এসেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি।  চোখের চিকিৎসার জন্য বিরতিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  সোমবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, তাঁর চোখের অস্ত্রোপচার সফল হয়েছে। 


দীর্ঘদিন ধরেই চোখের চিকিৎসা চলছে অভিষেকের। ব্যস্ত শিড্যুল থেকে তাই তাঁকে বিরতি নিতে হয় চিকিৎসার জন্য। আবারও তাঁর চোখে অপারেশন করা হয়েছে। জানিয়েছেন তিনি নিজেই। সেই সঙ্গে জানিয়েছেন কেমন হয়েছে তাঁর চোখের অস্ত্রোপচার। 'আমার চোখের সাম্প্রতিক অস্ত্রোপচারের পর শুভকামনার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ২০১৬ সালে পথ দুর্ঘটনার পর থেকে দৃষ্টিশক্তি নিয়ে ধারাবাহিক ভাবে সমস্যার মুখোমুখি হয়েছি। এই নিয়ে অষ্টম অস্ত্রোপচার হল। এ বার সব কিছু ভাল ভাবেই হয়েছে। আমি ভাল আছি। দ্রুত সুস্থ হতে, এখন আমাকে অস্ত্রোপচার-পরবর্তী কিছু নির্দেশিকা এবং সতর্কতা অনুসরণ করতে হবে।' 


২০১৬ সালে অক্টোবর মাসে মুর্শিদাবাদ থেকে একটি দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন তিনি।  পথে একটি দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়িটি। তখনই  বাঁ চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক । এরপর থেকে বারেবারেই তাঁকে চোখের চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হয়। একাধিক সার্জারিও করাতে হয়েছে তাঁকে। এটি তাঁর অষ্টম সার্জারি। এবার অপারেশনের পর তিনি ভাল আছেন। তবে আগামী কয়েকটা দিন থাকতে হবে নিয়ম মেনে।   






চিকিৎসা বিরতিতে যাওয়ার আগে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক। গত সেপ্টেম্বরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, '' প্রথম দিন থেকে, আমি নিরাপত্তার বিষয়ে ডাক্তারদের তাদের উদ্বেগের বিষয়টি সমর্থন করেছি, এবং আমি সবসময় মনে করেছি, তাঁদের উদ্বেগের বেশিরভাগই, কয়েকটি বাদ দিয়ে, বৈধ, বুদ্ধিমান এবং ন্যায্য ...পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পরিকাঠামোগত উন্নয়ন সহ তাদের নিরাপত্তা ও নিরাপত্তার উন্নতির জন্য বেশিরভাগ ব্যবস্থাই চলছে, যা আশা করা হচ্ছে ১৪ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। উপরন্তু, সরকার স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের বদলির বিষয়ে  তাঁদের দাবিকে সম্মান করা হয়েছে...সদিচ্ছার ইঙ্গিত হিসাবে, ডাক্তারদের এখন কর্মবিরতি তুলে নেওয়ার কথা বিবেচনা করা উচিত' 


আরও পড়ুন : 
আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?