সুমন ঘড়াই, আশাবুল হোসেন, দীপক ঘোষ, কলকাতা : তৃণমূলের দলীয় সংগঠনে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) আধিপত্য প্রশ্নাতীত! রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অঘোষিত নম্বর ‘টু’ও তিনিই। উপ রাষ্ট্রপতি নির্বাচনজগদীপ ধনকড়ের বিরোধিতা না করার মতো অত্যন্ত গুরুত্পূর্ণ সিদ্ধান্ত হোক কিংবা পার্থ চট্টোপাধ্যায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) বহু পুরনো সৈনিককে দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে সরানোর ঘোষণা সবটাই এখন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর বুধবারের মন্ত্রিসভার রদবদলেও কি তাঁর মতামতই প্রাধান্য পাচ্ছে? দলের পর এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া দীর্ঘ হচ্ছে? রাজনৈতিক মহলে এই জল্পনা ক্রমেই জোরাল হচ্ছে।
সূত্রের খবর, বুধবারের রদবদলের মধ্যে দিয়ে মন্ত্রিসভায় আসতে পারেন,



  • নৈহাটির ৩ বারের বিধায়ক পার্থ ভৌমিক

  • জাঙ্গিপাড়ার ৩ বারের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী


এঁরা সকলেই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত! অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যুব তৃণমূলের রাজ্য সভাপতি ছিলেন, তখন উত্তর ২৪ পরগনার যুব তৃণমূলের সভাপতি ছিলেন পার্থ ভৌমিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়ও এবার মন্ত্রিসভায় আসতে পারেন বলে জল্পনা চলছে। অর্থাৎ এবার কি মন্ত্রী বাছাইতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে? 


যদিও তৃণমূলের বর্ষীয়ান নেতা তাপস রায় মনে করেন, ' দলে একটাই মাথা মমতা, অভিষেকও নিজে একথা বলেন ! ফলে একথা বলার কোনও মানে হয় না।'

এবার মন্ত্রিসভা গঠনেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ববৃদ্ধির জল্পনার মধ্যেই, সবাই তাকিয়ে বুধবারের রদবদলের দিকে।

দলে অভিষেকের নির্দেশ


নজরে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তাই এখন থেকেই উত্তরবঙ্গের (North Bengal) তৃণমূল নেতাদের (TMC) ময়দানে নামার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করা যাবে না বলে দলের নেতাদের সতর্ক করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ১০ সেপ্টেম্বর চা বাগানের শ্রমিকদের নিয়ে সমাবেশেরও পরিকল্পনা নিয়েছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে কোনও দাদাগিরি নয়। প্রশাসনিক কাজে ব্যক্তিগত প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। সূত্রের খবর, তৃণমূলের সাংগঠনিক রদবদলের দিনই, উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


সোমবার ক্যামাক স্ট্রিটে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই ৪ জেলার শীর্ষ তৃণমূল নেতা এবং শাখা সংগঠনের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, আলিপুরদুয়ারের নেতাদের অভিষেক বলেন, এখন থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে হবে। জেলার সমস্ত চা বাগান এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের।