নয়াদিল্লি : অভিষেককে ডাকার ২ দিন পরেই তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে দিল্লির সদর দফতরে কয়লাকাণ্ডে তলব করা হয়েছে। ৫ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। ইডি সূত্রে খবর, বিদেশি ব্যাঙ্কে লেনদেন নিয়ে অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গিয়েছে, দিল্লিতে তলবের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন অভিষেক-শ্যালিকা ।
কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ২০২১ সালে নোটিস দিয়েছিল সিবিআই। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে পৌনে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য চাওয়া হয় বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়। সেই সময় সিবিআইকে সময় দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাও।
আরও পড়ুন :
কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি
সিবিআইয়ের গোয়েন্দারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বাড়িতে গিয়ে কথা বলেন । প্রায় পৌনে তিনঘণ্টা ধরে চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে দাবি, তখন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের কাছে জানতে চাওয়া হয়,তাঁর ক’টি পাসপোর্ট রয়েছে? ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? এদেশে ক’টি এবং বিদেশে ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আছে? লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়েও তাঁর কাছে তথ্য চাওয়া হয় বলে সিবিআই সূত্রে দাবি। সিবিআই সূত্রে দাবি, কয়লাকাণ্ডের তদন্তে ব্যাঙ্কক ও লন্ডনের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সামনে আসে। যেখানে বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছে।
সেই কয়লাকাণ্ডেই এবার ইডি তলব করল মেনকা গম্ভীরকে। কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমন পাঠিয়েছে ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। নিরাপত্তা চেয়ে ডিজি-সিপিকে ই-মেল করেছে কেন্দ্রীয় এজেন্সি।