দুবাই: রবিবারই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এবারের এশিয়া কাপে (Asia Cup 2022) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচ বিরাট কোহলির (Virat Kohli) জন্য এক মাইলফলক ম্যাচও ছিল বটে। এই ম্যাচেই নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেন কোহলি। মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে তিন ফর্ম্যাটেই ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন কোহলি। ভারত ম্যাচও জিতল বটে। তবে কোহলির পারফরম্যান্সে একেবারেই খুশি নন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।


কোহলির উপর চটে গম্ভীর


পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারেই কেএল রাহুল আউট হয়ে যাওয়ার পর কোহলি ব্যাটিংয়ে নামেন। শুরুতেই স্লিপে ক্যাচ তুললেও, তা মাটিতে পড়ে যাওয়ার পর দেখেশুনেই এগোচ্ছিলেন কোহলি। বেশ কয়েকটি নজরকাড়া শট দেখে মনে হয় ফর্মে ফিরছেন ভারতীয় তারকা। রোহিত শর্মার সঙ্গে ভাল পার্টনারশিপও গড়েন। তবে ৩৪ বলে ৩৫ রানের বেশি এগোতে পারেননি কোহলি। রোহিত আউট হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সাজঘরে ফেরেন প্রাক্তন অধিনায়ক, আর এতেই বেজায় চটেছেন গম্ভীর। তিনি বলেন, 'রোহিত শর্মার উইকেট পড়েছে সবেমাত্র, তারপরই ও (কোহলি) যে শটটা খেলে আউঠ হয়. তাতে ও নিজেই হতাশ হবে।'


শট নির্বাচন


গম্ভীরের দাবি, 'কোহলির বদলে যদি কোনও প্রতিভাবান তরুণ এই শটটা খেলে আউট হত, তাহলে তার উপর দিয়ে সমালোচনার ঝড় যেত। আমি নিশ্চত  ও ফিরে দেখলে নিশ্চয়ই অনুভব করবে যে ওই সময় ওই শটটার প্রয়োজন ছিল না। ৩৪ বলে তো ৩৫ রানের ইনিংস ততক্ষণে খেলা হয়ে গিয়েছে ওর। অধিনায়কও সবেমাত্র সাজঘরে ফিরেছেন। যদি আরেকটু ধরে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেত,তাহলে ওর জন্যও ব্যাটিং করাটা আরও সহজও হত। ছয় মারতে গিয়ে আউট হলে সমস্যা ছিল না, কারণ বড় শট মারতে গিয়ে যে কেউ আউট হতে পারে। কিন্তু এখানে তে ও ছয় মারতেও যায়নি আর ফাঁকও খুঁজে পায়নি। শটটা খুবই খারাপ ছিল।' 


কোহলি ও রোহিত পরপর আউট হওয়ার পর ম্যাচে ভারত বেশ চাপেই পড়ে গিয়েছিল একসময়। তবে রবীন্দ্র জাডেজা ও হার্দিক পাণ্ড্যর পঞ্চম উইকেটের অর্ধশতরানের পার্টনারশিপ ভারতরে রক্ষা করে। পাণ্ড্য ৩৩ রানে অপরাজিত থাকেন। পাঁচ উইকেটে ম্যাচ জেতে ভারত। এবার ভারতের পরের লক্ষ্য বুধবার হংকং। সেখানে কোহলির ব্যাট গর্জে উঠে কি না, সেটাই দেখার।  


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ধোনির স্টাইলে, ধোনিরই সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন হার্দিক