কলকাতা: ‘যোগ্য প্রার্থী মনে করলে, যে কারও নাম ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে জানান’। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে নদীয়ার সভা থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই বেজে গিয়েছে তার দামামা। তার আগে প্রার্থী নিয়ে বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।                                                                                                 


জনসভা থেকে বার্তা অভিষেকের: মুখ্যমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের দিনেই নদিয়ায় মতুয়া গড়ে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রানাঘাটের মিলন মন্দির মাঠে সভা। রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূলের ডাকে এই সভায় প্রধান বক্তা অভিষেক। বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নদিয়ায় সভা করে গেরুয়া শিবিরে চিড় ধরানোই মূল লক্ষ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এদিনের জনসভা থেকে অভিষেক বলেন, "আমাদেরই কিছু লোকের জন্য মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন, মুখ ফিরিয়ে নেবেন না। ভুল হলে ঘরের ছেলেকে শাসন করবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, দলকে ক্ষমা করবেন।'' পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেন, "যাঁরা বেইমানি-গদ্দারি করেছেন, সব হিসাব আছে। নিজের জন্য তৃণমূল করলে, দলে জায়গা নেই।'' রানাঘাটের সভা থেকে দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি অভিষেকের।           


এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ইডি-সিবিআই লাগিয়ে মোদির সরকার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। জেলার পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আপনারা খুশি? ভোট অবাধ-শান্তিপূর্ণ হবে, এটা আমার গ্যারান্টি। রানাঘাটে আর একটা সুযোগ দিন, সব অসুবিধা দূর কর। কয়েকজন প্রধান, উপপ্রধানের অপদার্থতার জন্য আপনারা তৃণমূলকে সরিয়ে দিয়েছেন। পঞ্চায়েত যাতে আপনাদের স্বার্থে কাজ করে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সোম থেকে শুক্র, সবার বাড়িতে যান। চাকদায় তাতলা ১ পঞ্চায়েতের ধনিচার প্রধান সোমবারের মধ্যে ইস্তফা দিন। প্রধানকে জিজ্ঞাসা করব, শেষবার কবে পঞ্চায়েতে গিয়েছেন? সিএএ নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র।'


আরও পড়ুন: Abhishek Banerjee: 'ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না', রানাঘাটের সভায় আর্জি অভিষেকের