কলকাতা : ২০২৪-এর লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিপুল জয় পেয়েছে বিজেপি ( BJP ) ! ফলাফলে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। এদিকে এর প্রভাব বঙ্গে মোটেই পড়বে না বলে মত তৃণমূলের । কিন্তু প্রশ্ন উঠেছে, ভোটের ফল কি কোনও প্রভাব ফেলবে বিরোধীদের INDIA জোটে? কারণ, রবিবারই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। তাই জোট-ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটা আরও জোরদার হয়েছে।  সেই কথারই অনুরণন শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। বললেন, 'যাঁরা হেরেছেন, ভুল সংশোধন করে নতুন করে কাজ করুন'।

  


৩ রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হতেই তৃণমূল-নীতিশ কুমারের মতো 'INDIA' জোটের শরিকরা কংগ্রেসকে নিশানা করতে শুরু করেছে। রবিবারই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেন, 'বিজেপির সাফল্য নয়, কংগ্রেসের ব্যর্থতা... কংগ্রেস একা চলতে গিয়ে ব্যর্থ ... জোট থেকে কংগ্রেসের জমিদারি মানসিকতা ছাড়তে হবে।' 

সোমবার সসরাসরি কংগ্রেসকে আক্রমণ না করলেও অভিষেকের মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। বললেন, 'ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ঠিক করবে মানুষ'। সেই সঙ্গে বার্তা দিলেন, 'সময় খুব কম, একসঙ্গে জোট বেঁধে সবাইকে কাজ করতে হবে'। 


চব্বিশের মহারণের সেমিফাইনালে বিজেপির হ্য়াটট্রিকে খুশির হাওয়া গেরুয়া শিবিরে । লোকসভা ভোটের মাত্র কয়েকমাস আগে, চার রাজ্য়ের ভোটের ফলকে সেমিফাইনাল হিসেবেই গণ্য করেছেন পর্যবেক্ষকরা। আর সেই ম্য়াচে বিজেপি একদিকে মধ্য়প্রদেশে যেমন ছক্কা হাঁকিয়েছে, তেমনই  রাজস্থান ও ছত্তীসগঢ়ে কংগ্রেসকে ক্লিন বোল্ড করেছে। স্বাভাবিক ভাবেই জল্পনা, এই ফলের প্রভাব কি পড়বে বঙ্গেও? অভিষেকের মত, 'ধর্মের নামে রাজনীতি দীর্ঘমেয়াদি হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করছেন, তাঁদের বদল হবেই'।   

অন্যদিকে সোমবারই প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ' 'হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান। ' ৩ রাজ্যে বিপুল জয়ের পর বিরোধীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 'উন্নয়ন সঠিক ভাবে হলে প্রতিষ্ঠান বিরোধিতা বলে কিছু থাকে না। নেতিবাচক সবকিছুকে ত্যাগ করতে হবে। বিরোধীদের সঙ্গে আমি সবসময় আলোচনা করি। দেশের ভিত্তি আরও মজবুত করার মঞ্চ হল সংসদ। প্রত্যেক সাংসদের কাছে আবেদন, আলোচনায় অংশগ্রহণ করুন, পরামর্শ দিন' ।    


আরও পড়ুন- তিন রাজ্যে বিজেপির হ্যাটট্রিক, বাংলাতেও ঝড় তুলবে গেরুয়া শিবির?