নয়াদিল্লি: পিছিয়ে গেল বহুপ্রতীক্ষিত 'হাউসফুল ৫' ছবির মুক্তির তারিখ ('Housefull 5' Relesae Date Postponed)। বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবর দিলেন। সেই সঙ্গে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার (Sajid Nadiadwala) বিবৃতিও শেয়ার করেন তিনি। 


পিছিয়ে গেল 'হাউসফুল ৫' ছবির মুক্তির তারিখ


কথা ছিল ২০২৪ সালের দীপাবলির আবহে দর্শকদের পেটে খিল ধরাতে আসবে 'হাউসফুল ৫'। কিন্তু তা হচ্ছে না। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে যে দর্শকদের আনন্দ উচ্ছ্বাস আরও কয়েক গুণে বৃদ্ধি করতে ২০২৫ সালে প্রেক্ষাগৃহে হাজির হবে 'হাউসফুল' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি। 


৬ জুন ২০২৫ সালে, দর্শকের বিনোদন '৫ গুণ' করতে বড়পর্দায় আসবে 'হাউসফুল ৫'। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত 'হাউসফুল ৫' ছবির পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ৬ জুন ছবিটি মুক্তি পাবে। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা অক্ষয় কুমার লেখেন, '৫ গুণ বিনোদন আসছে। ৬ জুন ২০২৫ সালে দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে।' সেই সঙ্গে তিনি জোড়েন প্রযোজকের অফিসিয়াল বিবৃতিও। সেখানে জানানো হয়েছে, 'হাউসফুল ফ্র্যাঞ্চাইজির এই বিপুল সাফল্যের কারণ দর্শক এবং আমরা হাউসফুল ৫ ছবির ক্ষেত্রেও একই প্রতিক্রিয়া আশা করব। টিম এক অসাধারণ গল্প তৈরি করেছে যার জন্য উন্নতমানের ভিএফএক্স প্রয়োজন। ফলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি মুক্তির তারিখ খানিকটা পিছিয়ে দেওয়ার যাতে আমরা ৫ গুণ মনোরঞ্জন করতে পারি দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতার সঙ্গে।' এই খবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ।


 






চলতি বছরের জুন মাসে এই কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। '৫ গুণ উন্মাদনা'র মুক্তি পাওয়ার তারিখ ঘোষণা করা হয় ২০২৪ সালের দীপাবলি। এবার সেই তারিখই পিছিয়ে গেল।


আরও পড়ুন: Abhishek-Aishwarya: অভিষেকের আঙুল থেকে 'উধাও' বিয়ের আংটি, তাহলে কি জল্পনা সত্যি? ভাঙন ধরল বচ্চন পরিবারে?


আগের ছবিগুলির মতোই এখানেও মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখকে। এই ছবির সম্পূ্র্ণ কাস্টের তালিকা জানা যায়নি এখনও তবে অক্ষয়, রীতেশ ও চাঙ্কি আগের চারটি ছবিতেই লাগাতার অভিনয় করেছেন। এই ফ্র্যাঞ্চাইজি তাদের পঞ্চম ছবিতে পৌঁছে নজির গড়ল ভারতীয় সিনেমায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y