ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী, অমিতাভ রথ ও ভাস্কর মুখোপাধ্যায়, ঝাড়গ্রাম : কুড়মিদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রামের গড় শালবনি। এর নেপথ্য়ে বিজেপির হাত দেখছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। কুড়মিদের উদ্দেশ্যে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক।
ইটবৃষ্টি। তৃণমূলের কর্মীদের বাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে পাথরবৃষ্টি। শুক্রবার, সন্ধেয় কুড়মিদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রামের (Jhargram) গড় শালবনি। অভিষেকের কনভয় বেরিয়ে যেতেই উঠল চোর চোর স্লোগানও। যদিও, এসবের নেপথ্য়ে বিজেপির হাত দেখছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। লোধাশুলির সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চ্যালেঞ্জের সুরে বললেন, 'আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আদিবাসী কুড়মি সমাজ স্পষ্ট করে না বলেন, আমরা যা করার করব। আন্দোলনের নামে জল্লাদের উল্লাস। আপনাদের পতাকা নিয়ে বিজেপির লোকেরা আক্রমণ করে, সেটাও আপনাদের সংবাদমাধ্যমের কাছে এসে বলা উচিত।'
আক্রমণের পিছনে রাজনৈতিক যোগের দাবি করে ঝাঁঝাল ভাষায় অভিষেকের আক্রমণ, 'এই ঝাড়গ্রামে অশান্তি ফিরিয়ে আনতে চাইছে, মানুষ ক্ষমা করবে না। এর পিছনে কোনও রাজনৈতিক নেতা-কর্মী আছে আমরা জানি। আদিবাসী কুড়মিদের মুখে জয় শ্রীরাম কেন হবে ? বিক্ষোভের নাটক কারা সংগঠিত করেছে, আমরা খুঁজে বের করব। বাইক থেকে নামিয়ে মেরেছে, যারা এর পিছনে রয়েছে, একজনকেও রেয়াত করা হবে না। যারা ভাবছে আদিবাসী কুড়মিদের নামে ধমকাবে, চমকাবে এত ভয় কিসের, সামনে এলি না কেন?'
এদিকে, ইটের ঘায়ে আহত হয়েছেন মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি চালক। রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেছেন, 'একটা পাথর আসে, আমার গাড়ির কাচ ভেঙে যায়। আমার ড্রাইভারের চোখে লাগে, আমার গায়ে কাচ ভর্তি। কুড়মি নেতা বলছেন আমরা বলতে পারব না। বাইরে থেকে লোক এসেছে। আমাদের এভাবে মার্ডার করার চক্রান্ত হয়, তাদের উত্তর দিতে হবে।'
তফশিলি জাতিভুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন কুড়মিদের একাংশ। সম্প্রতি, খড়গপুর টাউনে দিলীপ ঘোষ রেলের যে বাংলোয় থাকেন, তাতে ঢুকে বিক্ষোভ দেখান হয়। এবার, সেই কুড়মিদের বিরুদ্ধেই উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ।
আরও পড়ুন: শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !