কৃষ্ণেন্দু অধিকারী, দক্ষিণ ২৪ পরগনা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে নোদাখালিতে যোগ দিয়েছিলেন পর্যালোচনা বৈঠকে। সেই বেঠক শেষের পর হিরণ চট্টোপাধ্যায়ের বিকৃত ছবির দাবি থেকে ১০০ দিনের কাজে রাজ্যকে কেন্দ্রের বঞ্চনা, অর্মত্য সেন থেকে দিদির দূত কর্মসূচিতে বিক্ষোভ, সব বিষয় নিয়েই মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সাংবাদিক সম্মেলনে তাঁর গলায় তাৎপর্যপূর্ণ ভাবে উঠে এল রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর। রাজ্যের হাসপাতালগুলিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
'রোগী ফেরালে লাইসেন্স বাতিল'
স্বাস্থ্যসাথী নিয়ে একাধিক অভিযোগ হোক বা রেফার রোগের ক্ষেত্রে রোগীর হয়রানি, বারবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হাসপাতালগুলিকে দিয়েছেন হুঁশিয়ারিও। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বলেছেন, 'স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে অভিযোগ পেয়েছি। অনেক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। যে সব হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, সেই সব হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। রোগীকে ফেরালে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে হাসপাতালগুলির সঙ্গে কথা বলতে'।
দিদির দূতে পরামর্শ, ১০০ দিনের কাজে ক্ষোভ
মানুষ যাঁদের কাছ থেকে কাজের আশা করে, তাদের কাছেই ক্ষোভ জানাবে। গ্রামে গ্রামে দিদির দূতদের ক্ষোভের মুখে পড়া নিয়ে, এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং ক্ষোভের মুখে পড়ে বিচলিত না হওয়ার পরামর্শ দিলেন তিনি। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাশাপাশি আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, ফের বঞ্চনার অভিযোগ তুলে মোদি সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্র টাকা না দিলে, রাজ্য সরকারই খরচ করবে। হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হয়েছে, চুরি বন্ধ করুন।
এদিকে, নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাবেও এবার সুর চড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর, সম্প্রতি বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা। তার পাল্টা, একেবারে বিচারপতির কাছে প্রমাণ পেশের চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। সঙ্গে অর্মত্য সেনকে আক্রমণ প্রসঙ্গে অভিষেকের আক্রমণ 'অমর্ত্য সেনকে ধমকানো, চমকানোর চেষ্টা করলে নিজেরাই ইতিহাস হয়ে যাবে, অমর্ত্য সেনকে আক্রমণ করা লজ্জাজনক।'
আরও পড়ুন- 'আমি হিরণের জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম'